ট্রেভর গডার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
৬৭ নং লাইন:
 
'''ট্রেভর লেসলি গডার্ড''' ({{lang-en|Trevor Goddard}}; [[জন্ম]]: [[১ আগস্ট]], [[১৯৩১]] - [[মৃত্যু]]: [[২৫ নভেম্বর]], [[২০১৬]]) নাটাল প্রদেশের ডারবানে জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান টেস্ট ক্রিকেটার ছিলেন। ১৯৫৫ থেকে ১৯৭০ সময়কালে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের]] পক্ষে ৪১ টেস্টে অংশগ্রহণ করেছেন তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।<ref name="cricpro">{{cite web|url=http://www.cricinfo.com/ci/content/player/45234.html|title=Player Profile: Trevor Goddard|publisher=CricInfo|accessdate=21 January 2009}}</ref> বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম বোলিং করতেন '''ট্রেভর গডার্ড'''।
 
== প্রারম্ভিক জীবন ==
চার ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন তিনি। বাবা [[The Mercury (South Africa)|নাটাল মার্কারির]] লিনোটাইপ অপারেটর ছিলেন।<ref>Short, p. 13.</ref> ১৯৪৬ থেকে ১৯৪৮ সময়কালে ডারবান হাইস্কুলের প্রথম একাদশে খেলেন। এ সময়ে বেশ কয়েকটি সেঞ্চুরি হাঁকান ও বামহাতে অর্থোডক্স স্পিন বোলিং করে অনেক উইকেট পান। প্রায়শঃই [[Hugh Tayfield|হাগ টেফিল্ডের]] ছোট ভাই আর্থার টেফিল্ডের সাথে বোলিং করতেন।<ref>Short, pp. 16–17.</ref> ১৯৪৮-৪৯ মৌসুমে দক্ষিণ আফ্রিকান বিদ্যালয় একাদশে আর্থার টেফিল্ডের সাথে খেলেছেন।
 
ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার অধিকারী ছিলেন। ডারবানে টেক ক্লাবে খেলার সময় পেস বোলিংয়ের দিকে মনোনিবেশ ঘটান। এ সময় দলে [[Leslie Payn|লেস পেইনের]] ন্যায় বামহাতি স্পিন বোলার ছিল ও মিডিয়াম পেসার প্রয়োজন ছিল।<ref>Short, p. 15.</ref>
 
== খেলোয়াড়ী জীবন ==
৭৩ ⟶ ৭৮ নং লাইন:
ধ্রুপদী সঠিকমানের বামহাতি উদ্বোধনী বামহাতি ব্যাটসম্যান ছিলেন তিনি।<ref name="cricpro" /> বামহাতি মিডিয়াম পেসবোলার হিসেবে প্রভূতঃ সফলতা পেয়েছেন। টেস্ট পর্যায়ে ১২৩ উইকেট দখল করেন। কমপক্ষে ৭৫ বা তদূর্ধ্ব উইকেট শিকারীদের মধ্যে তিনি সকলের শীর্ষে রয়েছেন। প্রতি ওভারে তিনি মাত্র ১.৬৪ রান দিয়েছিলেন।<ref>''Wisden Cricketers' Almanack 2012'', p.1305.</ref> প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪০.৬০ গড়ে ১১,০০০-এরও বেশী রান তুলেছেন। এছাড়াও, ২১.৬৫ গড়ে ৫৩৪ উইকেট পেয়েছেন।<ref name="cricpro" /> ১৯৫২-৫৩ থেকে১৯৬৫-৬৬ পর্যন্ত [[Natal cricket team|নাটাল]], ১৯৬৬-৬৭ থেকে ১৯৬৭-৬৮ পর্যন্ত [[North Eastern Transvaal cricket team|নর্থ ইস্টার্ন ট্রান্সভালে]] খেলেন। এরপর ১৯৬৮-৬৯ ও ১৯৬৯-৭০ এ শেষ দুই মৌসুমে পুণরায় নাটালের পক্ষে খেলার জন্য ফিরে যান।
 
ক্রিকেটেক্রিকেট সাংবাদিক টেলফোর্ড ভাইস গডার্ডকে দূর্লভ চকচকে, বুদ্ধিদীপ্ত ও উজ্জীবন শক্তির অধিকারী হিসেবে বর্ণনা করেন।<ref>[http://www.espncricinfo.com/magazine/content/story/439337.html "A meeting of past and present"]</ref> অন্যদিকে স্যার [[ডোনাল্ড ব্র্যাডম্যান]] তাঁকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাসযোগ্য ও সৎ খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেছেন যে, গডার্ড ক্রিকেটকে সমৃদ্ধ করে গেছেন ও চমৎকার নজির গড়েছেন।<ref>Graham Short, ''The Trevor Goddard Story'', Purfleet, Durban, 1965, p. 3.</ref>
 
== তথ্যসূত্র ==