আভারগাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
জঙ্গলবাসী (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
জঙ্গলবাসী (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২১ নং লাইন:
 
==কাহিনীসংক্ষেপ==
অণু (সুজাতা) একজন হাসি-খুশী মহিলা যে বরণী (রবি কুমার) নামের একটি ছেলের সঙ্গে প্রেম করে। তার জীবনে পরিবর্তন আসে যখন তার বাবার বদলী বম্বেতে হয়ে যায়। বরণী তার কোনো চিঠির জবাব দেয়না। অণুর পিতা অসুস্থ হয়ে পড়ে, তার অফিসের সহকর্মী রামানাথান (রজনীকান্ত) অণুকে বিয়ের প্রস্তাব দিলে অণু রাজী হয়ে যায়, বিয়ের পর অণু একটি পুত্রের জন্ম দেয়। রামানাথান অণুকে ঘৃণা করতে থাকলে অণু তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মাদ্রাজ চলে যায়, একটি চাকরী যোগাড় করে ফেলে যেখানে তার জনরদনজনর্দন (কমল হাসান) নামের এক বিপত্নীক পুরুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। হঠাৎ করে মাদ্রাজেই একদিন অণুর বরণীর সঙ্গে দেখা হয়ে যায়, অণু জানতে পারে তার কাছে কখনো চিঠি পৌঁছায়নি কারণ বরণীর মানসিক রোগী বোন সেগুলো ফেলে দিত, অণু পুনরায় বরণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একদিন অণু খেয়াল করে রামানাথানের পোস্টিং তাদেরই মাদ্রাজের অফিসের বস হিসেবে হয়েছে, সে অণুকে পুনরায় বিয়ের প্রস্তাব দেয় অপরদিকে জনরদনজনর্দন অণুকে ভালবাসলেও সরাসরি বলতে পারেনা।
 
==চরিত্র==
*সুজাতা - অণু (অণুপমা)
*[[কমল হাসান]] - জনর্দন
*[[রজনীকান্ত]] - রামানাথান
*রবি কুমার - বরণী
*লীলাবতী - লীলাবতী
*কুমারী পদ্মীনী - রজতী
*কুট্টি পদ্মীনী - গয়েত্রী