ফুন্টসলিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৪ নং লাইন:
| latd = 26.85 | longd = 89.23
}}
'''ফুন্টসলিং''' হল [[ভুটান]] এর একটি সীমান্ত শহর।এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর।শহরটি সীমান্ত জেলা [[চুখা জেলা]]তে অবস্থিত।<ref>{{cite news|title=বজ্র ড্রাগনের দেশ|url=http://m.bdnews24.com/bn/detail/lifestyle/1155035| accessdate = ২১-১১-২০১৬|newspaper=bdnews.com}}</ref>।শহরটি ভুটানের শিল্প ও বানিজ্য শহর হিসাবেও পরিচিত।শহরটি [[ভারত]] ও [[ভুটান]] সীমান্তে ভুটানে অবস্থিত।এই শহর দ্বারাই ভুটানের সঙ্গে ভারতের বেশির ভাগ ব্যবসা বানিজ্য হয়।এক সময় এই শহরে ভুটানের রিজার্ভ ব্যাঙ্কক এর সদর দপ্তর অবস্থিত ছিল।এখান ওই ব্যঙ্ক [[থিম্পু]]তে স্থানন্তরিত করা হয়েছে।এই শহরের কাছেই [[চুখা জলবিদ্যুৎ কেন্দ্র]]] নির্মান করা হয়েছে।এই শহরের বিপরীতে [[ভারত]] এর [[অলিপুরদুয়ার জেলা]] এর [[জয়গাঁ]] শহরটি অবস্থিত।ফুন্টসলিং শহরটি ভুটানের প্রবেশের প্রবেশ দ্বার হিসাবে কাজ করে।ভারত থেকে ভুটানে প্রবেশের সময় ভুটানের এই শহরটিতেই প্রথমে সকলে পৌচ্ছায়।
==অবস্থান==
ফুল্টসলিং শহরটি [[ভুটান]] দক্ষিণ অংশে অবস্থিত।এই শহরটি [[ভুটান]] ও [[ভারত]] এর সীমান্তবর্তী এলাকায় ভুটানের অংশে অবস্থিত।শহরটি সমুদ্র সমতল থেকে ৯৬১ মিটার বা ২,২০৪ ফুট উচ্চতায় অবস্থিত।এটি ২৬.৮৫ উত্তর ও ৮৯.২৩ পূর্বে অবস্থান করছে।ফুন্টসলিং [[থিম্পু]] থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
==ভূপ্রকৃতি==
শহটি [[হিমালয়]] এর পাদদেশে তরাই সংলগ্ন ডুয়ার্স এলাকায় অবস্থিত।শহরটি একটি পার্বত্য ছোট উপত্যকায় অবস্থিত।
==ইতিহাাস==
==জনসংখ্যা==
শেষ জন গননা অনুয়ায়ী শহরটির মোট জন সংখ্যা হল ৬০,৪০০ জন।জন সংখ্যার হিসাবে শহরটি [[ভুটান|ভুটানের]] দ্বিতীয় বৃহত্তম [[শহর ]] বা নগরাঞ্চল।শহরটির মোট জনসংখ্যার মধ্যে [[বৌদ্ধ ধর্ম]] এর মানুষ সংখ্যা গরিষ্ঠ।এছারাও এই শহরে বহু [[হিন্দু ধর্ম]] এর মানুষ বাস করে।শহরটির মোট জন সংখ্যার মধ্যে ভুটানিদের সংখ্যা বেশি ।এছারাও এখানে বহু নেপালি ও [[ভারতীয়]] মানুষ বাস করে।
==অর্থনীতি==
ফুন্টসলিং শহরটির প্রভাব ভুটানের অর্থনীতির উপর বিরাট ।এই শহরটি দেশের বৈদেশ বানিজ্যের বেশির ভাগ সম্পর্ন হয়।এই শহরের দ্বারাই [[ভারত]] থেকে নিত্য প্রয়োজনিয় জিনিস যেমন চাল, চিনি,পরিষোধিত খনিজ তেল, ঔষধ প্রভৃতি ভুটানে প্রবেশ করে।ভুটান থেকে বিভিন্ন জিনিস ভারতে পাঠানো হয় এই শহরের দ্বারাই।ভারত ছাড়া অন্য দেশের সঙ্গে সমুদ্র পথে বানিজ্য করার জন্য [[কলকাতা বন্দর]] ও [[হলদিয়া ডক কমপ্লেক্স]] সারাসরি ফুন্টসলিং এর সঙ্গে যুক্ত।
==যোগাযোগ ব্যবস্থা==
শহরটিতে যোগাযোগ ব্যবস্থা বলতে শুধু মাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে।এই শহরে কোনো রেল বা বিমান যোগাযোগ ব্যবস্থা নেই।শহরটি সড়ক পথে রাজধানী থিম্পু এর সঙ্গে যুক্ত।এই পথে ফুন্টসিলিং থেকে থিম্পু পর্যন্ত বাস পরিসেবা রয়েছে।এছারা [[কলকাতা]] থেকে [[শিলিগুড়ি]] হয়ে ফুন্টসলিং পর্যন্ত আন্তর্জাতিক বাস পরিসেবা রয়েছে।এই শহর থেকে একটি এশিয়ান মহাসড়ক [[বাংলাদেশ]] সীমান্ত পর্যন্ত নির্মান এর কথা চলছে।
 
==তথ্যসূত্র==