আন্দ্রেনিক তেয়মৌরিয়ান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{কাজ চলছে}}
 
আন্দ্রেনিক তেয়মৌরিয়ান ( পার্সি: آندرانيک تیموریان , [[আর্মেনীয় ভাষা|আর্মেনিয়]] : Անդրանիկ Թէյմուրեան , জন্ম ৬ মার্চ ১৯৮৩) একজন ইরানী ফুটবলার, যিনি বর্তমানে [[পার্সিয়ান প্রো লিগ|পার্সিয়ান প্রো লিগে]] [[মেশিন গাজিসাজি|'মেশিন গাজিসাজি]] 'এবং [[ইরান জাতীয় ফুটবল দল|ইরান জাতীয় ফুটবল দলের]] হয়ে খেলে। তিনি সাধারনত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে, কিন্তু প্রায় ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। তিনি ইরান জাতীয় দলের ১ম [[খ্রিস্ট ধর্ম|খ্রিস্টান]] ধর্মালম্বী অধিনায়ক।
 
== ক্লাব ক্যারিয়ার ==
২০ নং লাইন:
=== আল খারাইতিয়াত ===
আন্দ্রেনিক ১ বছরের চুক্তিতে কাতারের ক্লাব আল খারাইতিয়াতে যোগ দেন। তাকে আল খারাইতিয়াত ১.৮ মিলিয়ন ডলার খরচ করেন। ২০১৩ সালের ১ জুলাইয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ক্লাব ছাড়েন।
 
=== এস্টেঘালে ফেরা ===
২০১৩ সালের ১৮ জুলাই আন্দ্রেনিক ৩ বছরের চুক্তিতে আবার এস্টেঘালে যোগ দেয়। তার ১ম ম্যাচে সেপাহানের কাছে ১-২ গোলে পরাজিত হয়। ২ আগস্ট আন্দ্রেনিক ২০১৩-১৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ।
 
=== ট্র্যাক্টর গাযিতে ফেরা ===
২০১৪ সালের ২৭ ডিসেম্বর আন্দ্রেনিক ১৮ মাসের চুক্তিতে প্রাক্তন ক্লাব ট্র্যাক্টর গাযিতে যোগ দেয়। ১ম ম্যাচেই সাবা কমের বিপক্ষে ফ্রি কিক থেকে গোল দেন।
 
=== উম সালাল ===
২০১৫ সালের ১৩ জুলাই, আন্দ্রেনিক কাতারের ক্লাব উম সালালে যোগ দেয়। কোচের সাথে ঝামেলায় আন্দ্রেনিক ২০১৬ সালের জানুয়ারিতে ক্লাব ছাড়েন।
 
=== সেইপা ===
২০১৬ সালের ১৯ জানুয়ারিতে আন্দ্রেনিক ৬ মাসের চুক্তিতে সেইপা ক্লাবে যোগ দেন। ইনজুরির কারণে মাত্র ৪ ম্যাচ খেলে জুলাইয়ে ক্লাব ছাড়েন।
 
=== মেশিন সাযি ===
২০১৬ সালের জুলাইয়ে আন্দ্রেনিক ১ বছরের চুক্তিতে পার্সিয়ান গালফ প্রো লিগে সদ্য উন্নীত হওয়া মেশিন সাযি'তে যোগ দেয়।