ভারতে জুনাগড়ের অন্তর্ভুক্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mr Patriotic (আলোচনা | অবদান)
৫ নং লাইন:
 
== পাকিস্তানে অন্তর্ভুক্তির চুক্তিপত্র ==
[[Image:Junagadh state flag (1947).png|frameless|right|]]
[[জুনাগড় রাজ্য|জুনাগড় রাজ্যের]] অধিকাংশ অধিবাসী হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় [[লর্ড মাউন্টব্যাটেন|লর্ড মাউন্টব্যাটেনের]] পক্ষ থেকে তাঁর রাজনৈতিক উপদেষ্টা [[ভপ্পলা পঙ্গুন্নি মেনন]] [[জুনাগড় রাজ্য|জুনাগড় রাজ্যের]] নবাব [[তৃতীয় মহম্মদ মহবত খানজী|তৃতীয় মহম্মদ মহবত খানজীকে]] [[ভারত|ভারতে]] অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ করেন। কিন্তু ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট ''দস্তুরুল অমল সরকার জুনাগড়'' নামক সরকারি গেজেটে নবাব [[পাকিস্তান|পাকিস্তান রাষ্ট্রে]] যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।<ref name=Acyuta>{{cite book |last1= Yājñika |first1=Acyuta |authorlink1= |last2= Sheth |first2=Suchitra |authorlink2= |title= The Shaping of Modern Gujarat: Plurality, Hindutva, and Beyond |url= http://books.google.co.in/books?id=wmKIiAPgnF0C&dq=Instrument+of+accession+Junagadh&source=gbs_navlinks_s&redir_esc=y |accessdate=২৬শে জানুয়ারি, ২০১৫ |year=2005 |publisher=Penguin Books India |location= |isbn=9780144000388 |page=328}}</ref> এই ঘোষণার পরেই তিনি পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করে তাঁর ইচ্ছার কথা ব্যক্ত করেন। তাঁর স্বাক্ষর করা অন্তর্ভুক্তি চুক্তি নিয়ে একটি প্রতিনিধিদল [[করাচি]] পৌঁছলে [[পাকিস্তানের গণপরিষদ]] তাঁর সিদ্ধান্তের সমর্থন করে। ১৫ই সেপ্টেম্বর পাকিস্তানের পক্ষ থেকে [[মুহাম্মদ আলী জিন্নাহ]] এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। [[পাকিস্তান]] ও [[জুনাগড় রাজ্য|জুনাগড় রাজ্যের]] সরকারী গেজেটে এই চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করা হয়। এই ঘোষণার প্রতিবাদে [[জুনাগড় রাজ্য|রাজ্যের]] [[বাবারিয়াওয়াড়]] ও [[মাংরোল]] অঞ্চলের অধিবাসীরা স্বাধীনতা ঘোষণা করে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার কথা ঘোষণা করেন, যার ফলে তাঁদের বিরুদ্ধে জুনাগড় রাজ্যের সেনাবাহিনী প্রেরিত হয়।