ডুলিচাঁপা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সম্প্রসারণ
২০ নং লাইন:
| synonyms = ''Talauma roxburghii'' <small>[[George Don jr|G.Don]]</small><br>''Sphenocarpus pterocarpus'' <small>([[William Roxburgh|Roxb.]]) [[Karl Heinrich Koch|K.Koch]]</small><br>''Michelia macrophylla'' <small>[[David Don|D.Don]]</small><br>''Magnolia sphenocarpa'' <small>[[Joseph Dalton Hooker|Hook.f.]] & [[Thomas Thomson botaniker |Thomson]]</small><br>''Liriodendron indicum'' <small>[[Spreng. (awtor)|Spreng.]]</small><br>''Liriodendron grandiflorum'' <small>[[William Roxburgh|Roxb.]]</small><br>''Lirianthe grandiflora'' <small>[[Édouard Spach|Spach]]</small>
}}
'''ডুলিচাঁপা''' ([[বৈজ্ঞানিক নাম ]]:''Magnolia pterocarpa Roxb''। ইংরেজি}}) ({{lang-en|''' Wild Magnolia''। সংস্কৃত '}} {{lang-sa|'''নাগ চম্পক''।Magnoliaceae'}}) হচ্ছে [[Magnoliaceae]] পরিবারের ''Magnolia'' গোত্রেরগণের এক প্রকার উদ্ভিদ।
 
===বিবরণী===
৩০ নং লাইন:
 
==ফুল==
ফুলের রঙ সাদা এবং সুগন্ধময়। ফুলের আকার বেশ বড়। ৫-৮ সেমি চওড়া , বোঁটা পুরু।<ref name="ReferenceA" /> এর বহির্বাস পাপড়িতে ঢাকা থাকা। ফুল যত বড় হয়, এর পাপড়ি গুলো খসে পড়ে। প্রস্ফুটিত ফুলে ৯টি পুরু এবং নরম পাপড়ি থাকে। এই ফুলে অনেক পুংকেশর থাকে। পুংকেশেরের অগ্রভাগ নীল বর্ণের হয়। বসন্ত ও গ্রীষ্মের শুরুতে এই গাছে ফুল ফোটে।
 
==ফল==
এর ফল বেশ বড় হয়। ফলগুলো লম্বায় প্রায় ১৬ ইঞ্চি এবং পরিধিতে ৭-৮ ইঞ্চি হয়। এর বীজ পাকা কমলালেবুর মতো ললাচে হয়। ফলে ১টি বা ২টি বীজ থাকে। বীজের রঙ কমলা, আকার ত্রিকোণাকার। কখনো কখনো বীজের আকার গোলাকারও হয়। বীজগুলোতে তেল থাকে। ফল ধরার সময় জুন মাস।
 
==ভেষজ গুণ==
এই গাছের ছাল এর বাকল বাত রাগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়।
'''ফুল ফোটার সময়''' বসন্ত ও গ্রীষ্মের শুরুতে এই গাছে ফুল ফোটে।
'''ফল ধরার সময়''' জুন মাস।
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
 
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের উদ্ভিদ]]
[[বিষয়শ্রেণী:ভারতের উদ্ভিদ]]
[[বিষয়শ্রেণী:ঔষধি উদ্ভিদ]]