বৃন্দাবন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
২৮ নং লাইন:
| subdivision_type2 = [[উত্তরপ্রদেশের জেলাগুলির তালিকা|জেলা]]
| subdivision_name2 = [[মথুরা জেলা|মথুরা]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
৬৬ নং লাইন:
বৃন্দাবন একটি প্রাচীন শহর। এই শহর হিন্দু ইতিহাসের সঙ্গে যুক্ত এবং হিন্দুধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই শহরের প্রাচীনতম মন্দিরগুলির একটি হল গোবিন্দদেব মন্দির। এটি ১৫৯০ সালে নির্মিত হয়। সেই শতাব্দীরই গোড়ার দিকে বৃন্দাবন একটি শহর হিসেবে গড়ে ওঠে।<ref>{{Cite EB1911 |wstitle=Brindaban |volume=4}}</ref><ref>{{cite web|url=http://www.citypincode.in/PinCodeOf.jsp?area=Vrindaban%20&district=Mathura |title=Vrindavan PinCode |publisher=citypincode.in |date= |accessdate=2014-03-10}}</ref> বৃন্দাবনের আদি অবস্থান কোথায় ছিল, তা ১৬শ শতাব্দীর আগে মানুষ ভুলে গিয়েছিল। [[চৈতন্য মহাপ্রভু]] এই স্থান পুনরাবিষ্কার করেন। ১৫১৫ সালে কৃষ্ণের বাল্যলীলার স্থানগুলি নির্ধারণ করার উদ্দেশ্য নিয়ে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন। কথিত আছে, তিনি দিব্য প্রেমের আধ্যাত্মিক ভাবে আচ্ছন্ন হয়ে বিভিন্ন পবিত্র বনে পরিভ্রমণ করেছিলেন। হিন্দুরা বিশ্বাস করেন, তিনি তাঁর দৈব আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বৃন্দাবন ও তার চারপাশে যে সকল স্থানে কৃষ্ণ তাঁর বাল্যলীলা করেছিলেন বলে মনে করা হয়, সেগুলি আবিষ্কার করেন।<ref>{{cite web|url=http://www.mvtindia.com/history/discovery.htm|title=Discovery of Vrindavan by Chaitanya Mahaprabhu}}</ref>
 
[[মীরা বাই]] মেবার রাজ্য পরিত্যাগ করে তীর্থযাত্রা করতে করতে বৃন্দাবনে আসেন। তিনি জীবনের শেষ ১৪ বছর বৃন্দাবনেই কাটান। যে মন্দিরে তিনি ছিলেন সেটি এখন 'প্রাচীন মীরাবাই' নামে পরিচিত।
 
বিগত ২৫০ বছরে বৃন্দাবনের অধিকাংশ বনই নগরায়ণের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে। এই নগরায়ণ প্রথম শুরু করেন স্থানীয় রাজারা। পরবর্তীকালে সেই কাজ চালিয়ে নিয়ে যান গৃহনির্মাতা সংস্থাগুলি। শুধুমাত্র কয়েকটি স্থান ছাড়া বাকি অঞ্চলের বনাঞ্চল স্থানীয় [[ময়ূর]], [[গরু]], [[বাঁদর]] ও বিভিন্ন ধরনের পাখি সহ বিলুপ্ত হয়। শহরে এখন অল্প ময়ূরই দেখা যায়। তবে বাঁদর ও গরু শহরের সর্বত্রই দেখা যায়।
১২৬ নং লাইন:
{{Mathura district}}
 
[[Categoryবিষয়শ্রেণী:কৃষ্ণ]]
[[Categoryবিষয়শ্রেণী:হিন্দু তীর্থস্থান]]
[[Categoryবিষয়শ্রেণী:মথুরা জেলার মহানগর ও শহর]]
[[Categoryবিষয়শ্রেণী:বৈষ্ণবধর্ম]]
[[Categoryবিষয়শ্রেণী:শক্তিপীঠ]]
[[Categoryবিষয়শ্রেণী:বৃন্দাবন|*]]