প্রমথ চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
Jayantanth (আলোচনা | অবদান)
২২ নং লাইন:
== কর্মজীবন==
 
প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন । কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান । তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন।করেন।রবীন্দ্রনাথের অগ্রজ [[সত্যেন্দ্রনাথ ঠাকুর|সত্যেন্দ্রনাথ ঠাকুরের]](১৮৪২-১৯২৩) কন্যা [[ইন্দিরা দেবী চৌধুরানী|ইন্দিরা দেবীর]] (১৮৭৩-১৯৬০) সহিত তাহার বিবাহ হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই। লেখক [[আশুতোষ চৌধুরী]](১৮৮৮-১৯৪৪) সম্পর্কে তার অগ্রজ। রবীন্দ্রনাথের ভগিনী [[প্রতিভা দেবী|প্রতিভা দেবীর]] সহিত [[আশুতোষ চৌধুরী]] বিবাহ হয়।
 
তাঁর সাহিত্যিক [[ছদ্মনাম]] ছিল [[বীরবল]]। তাঁর সম্পাদিত [[সবুজ পত্র]] বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তাঁর প্রবর্তিত গদ্যরীতিতে “সবুজ পত্র” নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁরই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.edpdbd.org/uap/bangla/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE|title=সাহিত্যে খেলা|publisher=}}</ref>