উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hasive (আলোচনা | অবদান)
১১ নং লাইন:
আশিক ভাইকে অপসারণ প্রস্তাবনা আনয়ণ করায় ধন্যবাদ। সাধারনভাবে মনে হতে পারে নিবন্ধের তাৎপর্য বা গুরুত্ব নেই! আসলে গুণী লেখকদের স্বীকৃতি প্রদান, মূল্যায়িত করা ও অনুপ্রেরণাদায়ক বটিকা প্রদানের লক্ষ্যেই আলোচ্য পুরস্কারের প্রবর্তন ঘটানো হয়েছে। ধীর-স্থির মস্তিষ্কে বিবেচনা করলে - বেসরকারি পর্যায়ে ব্রাক ব্যাংক লিমিটেড-দৈনিক সমকালের যৌথ উদ্যোগটি আসলেই জ্ঞান-গরিমা বৃদ্ধিকল্পে সহায়ক ভূমিকা পালন করে আসছে। সংশ্লিষ্ট পুরস্কার প্রাপকগণ নিশ্চয়ই আরও উদ্বুদ্ধ হয়ে জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের মেধা-মনন প্রয়োগ করে স্মরণীয় ভূমিকা পালন করবেন নিঃসন্দেহে। যদি এ নিবন্ধটি প্রত্যাখ্যাত হয়, তাহলেতো [[জ্ঞানপীঠ পুরস্কার]], [[আনন্দ পুরস্কার]], [[অসম উপত্যকা সাহিত্য পুরস্কার]], [[মেরিল-প্রথম আলো পুরস্কার]] ইত্যাদি [[পুরস্কার]] উইকি থেকে কবেই মুছে যাবার কথা। আর এ সকল নিবন্ধগুলো মুছে ফেলা হলে বাংলা উইকি গড়ে উঠবে কিভাবে? আর নিবন্ধ রক্ষার্থে ব্যক্তিগত আলাপচারিতা, ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি শব্দগুচ্ছ বহুলাংশেই পরিত্যাজ্য!! সবাইকে ধন্যবাদ - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray|আলাপ]]) ১৫:৩০, ৩০ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
::অপসারণের পক্ষে একমত। বাংলা উইকি সমৃদ্ধ করার নামে সবকিছুর নিবন্ধ রাখা শুরু হলে অদূরভবিষ্যতে বাংলা উইকি উক্ত বিষয়কে স্বীকৃতি দিয়েছে বলে ধারণার প্রচার শুরু হবে।আর এ-ধরনের বিষয়বস্তুর গ্রহণযোগ্যতা আদায়ে যে-কেউ যে তৎপর হবে না তার গ্যারান্টি কে দিবে। এটা তথ্যবোমার মতো বিষ্পোরিত হলে সবশেষে ক্ষতিটা বাঙ্গলাউইকিরই হবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি।--[[ব্যবহারকারী:Rafaell Russell|রাফায়েল রাসেল]] ([[ব্যবহারকারী আলাপ:Rafaell Russell|আলাপ]]) ০৮:২২, ২ নভেম্বর ২০১৬ (ইউটিসি)
::: নিবন্ধটা মুছে না ফেলে এটাকে সমৃদ্ধ করা যেতে পারে। পুরস্কারটি প্রাপ্তদের মাপকাঠি কিংবা গ্রহণযোগ্যতার দিক দিয়েও স্বীকৃত বলে মনে করি। ২০১১ সাল থেকে দেয়া পুরস্কারটির মূল্যমানও বেশ উন্নত। একান্তই যদি কোন নামমাত্র বা যাই-তাই টাইপ পুরস্কার হতো তা হলে অনেক কিছুই হতো না যা এ পুরস্কারটির ক্ষেত্রে আছে। আর ব্র্যাক ব্যাংক কিংবা সমকাল দুটি প্রতিষ্ঠানটি স্বীকৃত এবং নিজ নিজ স্থানে শীষ প্রতিষ্ঠান। সেদিক বিবেচনায় আমরা মনে হয় নিবন্ধটি আরো সমৃদ্ধ করা যেতে পারে। --[[user:Hasive|<span style="color:#006699">নুরুন্নবী চৌধুরী (হাছিব)</span>]] • <small>[[user talk:Hasive|<span style="color:#215876">আলাপ</span>]] </small>• ১১:১৪, ২ নভেম্বর ২০১৬ (ইউটিসি)