নারায়ণদেব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সুখেন মন্ডল (আলোচনা | অবদান)
সুখেন মন্ডল (আলোচনা | অবদান)
সংশোধন
১৬ নং লাইন:
নারায়ণদেবের উপাধি ছিল 'সুকবি-বল্লভ'। তিনি [[মনসামঙ্গল]] কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি কিনা তা নিয়ে তর্ক-বিতর্কের অবকাশ থাকলেও একথা নিঃসন্দেহে বলা যায় যে তিনি বাংলা ও আসামের অন্যতম জনপ্রিয় কবি ছিলেন। তাঁর কাব্যের সহজ শিল্পরস তাঁকে মধ্যযুগের অন্যতম প্রভাবশালী [[কবি]] হিসাবে প্রতিষ্ঠিত করেছে। নারায়ণদেবের বিশিষ্ঠতা এইখানে যে তিনি [[কালিকাপুরাণ]], [[শিবপুরাণ]], [[কালিদাস|কালিদাসের]] '[[কুমারসম্ভব]]' প্রভৃতি সংস্কৃত গ্রন্থের দ্বারা প্রভাবিত হয়েও আপন প্রচেষ্টায় তাঁর কাহিনিকে বিশাল রূপদান করেছিলেন ; এদিক থেকে তিনি মনসামঙ্গল কাব্যের অন্যান্য কবি যেমন [[বিজয়গুপ্ত]], [[বিপ্রদাস পিপলাই]] কিংবা [[কেতকাদাস ক্ষেমানন্দ|কেতকাদাস ক্ষেমানন্দের]] থেকে অনেকখানি এগিয়ে। নারায়ণদেব নামাঙ্কিত একাধিক পুঁথি পাওয়া গেছে । ১৬৯৫ খ্রিস্টাব্দে লিখিত একখানি প্রাচীন পুঁথির আলোকচিত্র [[কলকাতা]] বিশ্ববিদ্যালয়ের [[পুঁথি]] বিভাগে রক্ষিত আছে। নারায়ণদেবের অনেক পুঁথিতে অন্য কবি বা গায়েনের ভণিতা আছে, কিন্তু মুল কাহিনির সাথে তার খুব ভিন্নতা নেই। তাই তাঁর পুঁথিকে অনেকেই নির্ভরযোগ্য বলে গ্রহণ করে থাকেন।<ref>শ্রীমতী সাধনা সেনগুপ্ত সম্পাদিত, নারায়ণদেবের পুঁথি, [[কলিকাতা বিশ্ববিদ্যালয়]]</ref> সমালোচক আশুতোষ ভট্টাচার্য বলেছেন, --" নারায়ণ দেবের একটি প্রধান বৈশিষ্ট্য এই যে , তাঁহার কাব্যের পরিসমাপ্তির পরিকল্পনা চাঁদ সদাগরের চরিত্রের আনুপূর্বিক সামঞ্জস্য রক্ষায় সার্থক হইয়াছে। তিনিই চাঁদ সদাগরকে দিয়া বাম হস্তে মুখ না ফিরাইয়া একটি ফুল দিয়া পূজা করিয়াছেন, কিন্তু অন্যান্য কোনো কোনো কবি , এমনকি , বিজয়গুপ্তও তাঁহাকে দিয়া ঘটা করিয়া মনসার পূজা করাইয়া কাব্যের উপসংহার করিয়াছেন। '''এই দিক দিয়া নারায়ণ দেবের রচনায় কাব্যগুণ অধিক প্রকাশ পাইয়াছে বলিতে হইবে'''।"<ref name=আশুতোষ>{{বই উদ্ধৃতি|last1=ভট্টাচার্য|first1=আশুতোষ|title=বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস}}</ref> তাছাড়া নারায়ণ দেব যে প্রতিভাশালী কবি ছিলেন তার বড় প্রমাণ সপ্তদশ শতকের কবি ক্ষেমানন্দ তাঁর কাব্যের প্রাম্ভে নারায়ণ দেবের বন্দনা করেছেন এইভাবে--
 
'''ব্যাস বাল্মীকি মুনি নারায়ণ তত্ব জানি'''
'''তোমাকে সেবিয়া হৈল কবি ।।''' ।।
 
==তথ্যসূত্র==