কুন্তী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot-এর করা 2083956 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে। (টুইংকল)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
৮ নং লাইন:
| spouse =পান্ডু
}}
 
 
হিন্দু পুরাণে '''কুন্তি''' ({{lang-sa|कुंती}} Kuṃtī) ছিলেন মথুরার যাদব বংশীয় রাজা শূরসেনের কন্যা<ref>[http://gyanpedia.in/Portals/0/Toys%20from%20Trash/Resources/books/yuganta.pdf Studies of ''Mahabharata'']</ref>, বাসুদেবের বোন, রাজা কুন্তী-ভোজের পালিতা কন্যা<ref>[http://www.mythfolklore.net/india/encyclopedia/kunti.htm KUNTI (also called Pritha and Parshni)]</ref> ও হস্তিনাপুরের রাজা পান্ডুর স্ত্রী<ref>''A classical dictionary of Hindu mythology and religion, geography, history, and literature'' by Dowson, John (1820-1881)</ref>। অঙ্গরাজ কর্ণ, ইন্দ্রপ্রস্থের অধিপতি যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন তাঁর পুত্র<ref>''[[Mahabharata]]''</ref>
১৪ ⟶ ১৩ নং লাইন:
 
== উপাখ্যান ==
কুন্তির পাঁচ ছেলে: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব পঞ্চপান্ডব নামে পরিচিত। জমজ সহোদর নকুল ও সহদেব তার সতিন মাদ্রীর গর্ভে জন্মালেও কুন্তি তাদের আপনপুত্রর চাইতেও অধিক স্নেহ করতেন। এছাড়া সূর্যদেবের ঔরসে কুন্তির গর্ভে অঙ্গরাজ কর্ণের জন্ম হয়।
 
কুন্তি যখন কুমারী ছিলেন তখন তার গৃহে দুর্বাসা মুনি অতিথি হয়ে এলে কুন্তি তাকে সেবা দ্বারা সন্তুষ্ট করেন। এতে খুশি হয়ে দুর্বাসা মুনি তাকে এক অদ্ভুত বর দেন। বর টা ছিলো এমন, কুন্তি কোন দেবতাকে স্মরণ করলে সেই দেবতা এসে কুন্তিকে যৌনসঙ্গম দ্বারা পরিতৃপ্ত করে পুত্রসন্তান দান করবে। বর পেয়ে কৌতূহলী কুন্তি কুমারী অবস্থায়ই সূর্যদেবকে কামনা করে বসেন এবং সূর্যদেবের সাথে মিলনে তিনি গর্ভবতী হয়ে এক পুত্র সন্তানের জন্ম দেন। তবে অবিবাহিত অবস্থায় সন্তান প্রসব করায় লোক লজ্জার ভয়ে তাকে যমুনার পানিতে ভাসিয়ে দেয়া দেন। এই পুত্রই মহাভারতে কর্ণ নামে পরিচিত। কথিত আছে, "কুন্তি" নামের অর্থ "সূর্যদেবের প্রেমিকা"।
২৪ ⟶ ২৩ নং লাইন:
==তথ্যসূত্র==
<references/>
 
 
 
{{মহাভারত}}