ইমরে নাজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
২৫ নং লাইন:
 
== প্রারম্ভিক জীবন ==
হাঙ্গেরির কাপোসভার এলাকায় এক গ্রামীণ কৃষক পরিবারে নাগি জন্মগ্রহণ করেন। দশ বছর বয়সে [[তালা]] নির্মাণ ও মেরামতকারী শিক্ষানবীশ কর্মী হিসেবে কাজে নেমে পড়েন। ''জোসেফ নাগি'' নামীয় বাবা খামারের ভৃত্য ও মা ''রোজালিয়া সাবো'' বিয়ের পূর্বে গৃহকর্মী ছিলেন।
 
[[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধকালীন]] সময়ে তিনি যন্ত্রপ্রকৌশলী হিসেবে কাজ করেন। এ সময়ে তিনি অস্ট্রো-হাঙ্গেরীয় সেনাবাহিনীর নিবন্ধিত হয়ে পূর্বাঞ্চলীয় ফ্রন্টে অংশ নেন। আহত অবস্থায় ১৯১৫ সালে রুশ সাম্রাজ্যের সেনাবাহিনী কর্তৃক বন্দী হন। অক্টোবর, ১৯১৭ সালে [[রুশ বিপ্লব|রুশ বিপ্লবের]] মাধ্যমে সমাজতান্ত্রিক সরকার ক্ষমতাগ্রহণ করলে তাঁকে [[সাইবেরিয়া|সাইবেরিয়ায়]] প্রেরণ করা হয়। সমাজতন্ত্রী হিসেবে সোভিয়েত নাগরিকের মর্যাদা লাভ করেন ও [[রেড আর্মি|রেড আর্মিতে]] যোগদান করেন। ১৯২১ সালে নাগি হাঙ্গেরিতে ফিরে এসে সমাজতান্ত্রিক দল গঠন করেন। ১৯২৭ সালে গ্রেফতার বরণ করেন। কিন্তু মুক্ত হয়ে ১৯৩০ সালে মস্কোতে চলে যান ও পুণরায় কম্যুনিস্ট পার্টিতে যোগ দেন। কৃষি গবেষণায় যুক্ত থাকেন তিনি। ১৯৩৬ সালে পার্টি থেকে বহিষ্কৃত হন ও সোভিয়েত পরিসংখ্যান বিভাগে কাজ নেন। ১৯৮৯ সালে হাঙ্গেরীয় দলনেতা [[কারোলি গ্রোজ]] গুজব ছড়ান যে তিনি সোভিয়েত গোয়েন্দা সংস্থার চর ছিলেন, যা নাগিকে অমর্যাদাকরস্থানে নেয়ার চেষ্টা চালানো হয়।<ref>János Rainer: ''Nagy Imre'', (Budapest, 2002), 26.</ref> অবশ্য প্রামাণ্য দলিল রয়েছে যে ঐ সময়ে মস্কোতে অবস্থানের সময় তিনি [[এনকেভিডি|এনকেভিডি’র]] চর হিসেবে কাজ করেছেন ও নিরাপত্তা পুলিশের কাছে তাঁর বিশ্বস্ততার প্রমাণ রয়েছে।<ref name="Gati, Charles 2006 p. 42">Gati, Charles (2006). Failed Illusions: Moscow, Washington, Budapest and the 1956 Hungarian Revolt, p. 42. Stanford University Press. ISBN 0-8047-5606-6.</ref>
৩৪ নং লাইন:
হাঙ্গেরির প্রথম সমাজতান্ত্রিক সরকার ও প্রধানমন্ত্রী [[Béla Miklós|বেলা মিকলোজ ডি দালনোকের]] শাসনামলে নাগি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং বৃহৎ আকারে রাষ্ট্র নিয়ন্ত্রিত খামার কৃষকদের কাছে ফেরৎ দেন। [[Zoltán Tildy|জোলতান টিল্ডি’র]] পরবর্তী সরকারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এ সময়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদেরকে বিতারণে সক্রিয় ভূমিকা নেন।<ref><sub>(hu)</sub> [http://www.mancs.hu/index.php?gcPage=/public/hirek/hir2.php&id=17419 Imre Nagy's unknown life, in Magyar Narancs]</ref> এছাড়াও, সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় তিনি ১৯৪৭-১৯৪৯ মেয়াদকালে জাতিয় পরিষদের [[স্পিকার|স্পিকারের]] দায়িত্বে ছিলেন।
 
সোভিয়েত নাগরিক হওয়া স্বত্ত্বেও তাঁর হাঙ্গেরীয় জাতীয়তাবোধের কারণে মস্কোর সাথে মতানৈক্য ঘটে। ১৯৪৯ সালে সোভিয়েত নেতা [[জোসেফ স্টালিন]] কৃষিখাতে তাঁর এ ভূমিকা সঠিক দৃষ্টিভঙ্গীতে নয় মর্মে সমালোচনা করেন। এরপর নাগিকে পদচ্যুত করা হলেও একবছর পরই তিনি কার্যালয়ে ফিরে আসেন। ১৯৫৩ সালে তদানীন্তন [[প্রধানমন্ত্রী]] [[মাতিয়াস রাকোসি|মাতিয়াস রাকোসি’র]] পতন ঘটলে তিনি ক্ষমতারোহণ করেন। পরবর্তী দুই বছরে সোভিয়েত নেতা [[গিওর্গি মাকসিমিলিয়ানোভিচ মালেনকোভ|গিওর্গি মাকসিমিলিয়ানোভিচ মালেনকোভের]] সংক্ষিপ্ত শাসনামলে নাগি একীভূত খামারগুলোকে কৃষকদের মাঝে বিতরণের অণুমোদন পান। এ সময়ে তিনি সমাজতন্ত্রের নতুন বিষয় চালুর উদ্যোগ নেন। সোভিয়েত পলিটব্যুরো, হাঙ্গেরীয় কেন্দ্রীয় কমিটি থেকে ১৮ এপ্রিল, ১৯৫৫ তারিখে নাগিকে প্রধানমন্ত্রীর পদ থেকে জোরপূর্বক পদত্যাগ করতে হয় এবং পলিটব্যুরো ও দলীয় কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়।
 
অক্টোবর, ১৯৫৬ সালে সোভিয়েত বিরোধী আন্দোলন শীর্ষে পৌঁছলে নাগি পুণরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন। [[বীর|জাতিয় বীরের]] মর্যাদায় আসীন হয়ে মুক্ত ও বহু-দলীয় নির্বাচন অণুষ্ঠানের প্রতিশ্রুতি দেন ও হাঙ্গেরি থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার করবেন। ১ নভেম্বর তিনি [[ওয়ারশ চুক্তি]] থেকে দূরে সরে আসার ঘোষণা দেন এবং [[জাতিসংঘ|জাতিসংঘের]] মাধ্যমে [[মার্কিন যুক্তরাষ্ট্র]] ও [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যের]] ন্যায় বৃহৎ শক্তিধর দেশের কাছে হাঙ্গেরিকে [[নিরপেক্ষ রাষ্ট্র|নিরপেক্ষ রাষ্ট্রের]] মর্যাদা দেয়ার আহ্বান জানান।<ref>Gyorgy Litvan, ''The Hungarian Revolution of 1956'', (Longman House: New York, 1996), 55–59</ref> এ সময়কালে এসেও নাগি মার্ক্সবাদের উপর বিশ্বাস রাখতেন। কিন্তু মার্ক্সবাদের দর্শনধারার সাথে তাঁর চিন্তাধারার পার্থক্য লক্ষ্য করা যায়। তিনি [[মার্কসবাদ|মার্ক্সবাদকে]] বিজ্ঞানরূপে চিহ্নিত করলেও স্থির থাকবে না বলে ভাবতেন।<ref>Stokes, Gale. ''From Stalinism to Pluralism''. p. 82-3</ref>