বিভব শক্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Omarfaroque99 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Omarfaroque99 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
পদার্থবিজ্ঞানে '''বিভব শক্তি''' (ইং: [[:en:Potential energy|Potential energy]]) বলতে কোন বস্তু বা কোন ব্যবস্থা তার স্বাভাবিক অবস্থা বা অবস্থানের বা বস্তুর কণাসমূহের বিন্যাসের পরিবর্তনের জন্য [[কাজ]] করার যে সামর্থ্য অর্থাৎ [[শক্তি]] লাভ করে তা বোঝানো হয়। Potential energy শব্দটি ১৯ শতকে স্কটিশ [[প্রকৌশলী]] এবং পদার্থবিজ্ঞানী [[উইলিয়াম র‌্যাঙ্কিন]] সর্বপ্রথম প্রচলন করেন। বিভব শক্তি পরিমাপের আন্তর্জাতিক একক [[জুল]]।
 
বিভব শক্তি অনেকক্ষেত্রেই [[প্রত্যয়নী বল]] দ্বারা অর্জিত হয়। যেমন বাহ্যিক [[বল]] প্রয়োগের মাধ্যমে স্প্রিং-এর প্রান্ত টেনে এর দৈর্ঘ বৃদ্ধি করা হলে বা [[অভিকর্ষ|অভিকর্ষের]] বিরুদ্ধে কোন বস্তুকে ভূমি থেকে উত্তোলন করা হলে কোন বস্তু বিভব শক্তি উপার্জ্জনউপার্জন করে।
 
বলের বিরূদ্ধে কাজ ক'রে কোন বস্তুকে অন্য অবস্থা বা অবস্থানে আনতে যে পরিমাণ [[কাজ]] করা হয় তা বস্তুর মধ্যে বিভব শক্তি রূপে জমা থাকে। বস্তুটি যখন আবার তার পূর্বের অবস্থা বা অবস্থানে ফিরে আসে তখন বস্তুটি ঐ পরিমাণ বিভব শক্তি ভিন্নরূপ শক্তিতে রূপান্তরিত হয়।