অপরাজেয় (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
as:অথেকেজয় থেকে অনূদিত
 
২৭ নং লাইন:
}}
 
'''অথেকেজেয়''' ১৯৭০ সালের ৬ মে মুক্তিপ্রাপ্ত সমান্তরাল ধারা বা কলাত্মক ধারার প্রভাবপুষ্ট প্রথম [[অসমীয়া চলচ্চিত্র]]।ফণী। ফণী তালুকদারের 'মোরে মলুয়া' শীর্ষক নাটকটির আধারে অতুল বরদনিয়ের চিত্রনাট্য রচনা করা ছবিটি 'চতুরঙ্গ' নামে চারিজন পরিচালক পরিচালনা করেছিলেন। পরিচালকরা ছিলেন- [[ফণী তালুকদার]], [[অতুল বরদনিয়ে]], [[গৌর বর্মন]] ও [[মুনীন বায়ন|মুনীন বায়ন]]। সঙ্গীত পরিচালনা করেছিলেন [[সলিল চৌধুরী]]। নায়িকা ছিল [[বাংলা ভাষা|বাংলা]] ও [[হিন্দী ভাষা|হিন্দী]] ছবির প্রখ্যাত অভিনেত্রী [[:en:Rakhee Gulzar|রাখী]]। তিনি এখানে একজন পূর্ববঙ্গীয় বাঙালী মেয়ের ভূমিকায় অভিনয় করেন। নায়কের ভূমিকায় ছিলেন নবাগত [[প্রশান্ত হাজারিকা]]। অন্য একটি মুখ্য চরিত্রে অভিনয় করেন [[থেকেগধর চলিহা]]। সত্রনগরী বরপেটার পটভূমিতে রচিত কাহিনীটির কেন্দ্রীয় বিষয় হ'ল, একজন পূর্ববঙ্গীয় মেয়ে ও একজন বরপেটীয়া ডেকার প্রেম ও বিভিন্ন সংস্কারে ভরা সমাজের বাধা-বিপত্তি দূর করে লক্ষ্যস্থানে উপনীত হওয়ার প্রয়াস। কাহিনীর বিকাশে নাওখেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।<ref name="aparajeya">{{cite book | title=অসমীয়া কথাছবি | author=Phaniফণী Sarmaশর্মা | year=1978১৯৭৮}}</ref>
 
==ছবির কাহিনী==
৩৪ নং লাইন:
অথেকেজেয়র বহিরর্দৃশ্য গ্রহণ [[বরপেটা]] সত্র, [[মানস রাষ্ট্রীয় উদ্যান|মানাহ]], উজনী অসমের [[চা]] বাগিচা, [[উত্তর গুয়াহাটী]]র ওপরের গ্রামে করা হয়েছিল। ছবিটিতে ছিল বরপেটার বিখ্যাত [[নাওখেলা]]এর দৃশ্য ও বলিউডের নৃত্যপটিয়সী লক্ষীছায়ার একটি নৃত্য। এই নৃত্যটির দৃশ্যগ্রহণ তথা রাখীর ঠোঁট মেলানো ও [[লতা মঙ্গেশকর|লতা মঙ্গেশকারের]] গাওয়া গানের বাণীবদ্ধন [[মুম্বাই]]এর স্টুডিওতে করা হয়েছিল।<ref name="aparajeya" />
 
==তথ্যসূত্র==
==তথ্য সংগ্রহ==
{{সূত্র তালিকা}}
{{reflist}}
 
 
{{অসমীয়া চলচ্চিত্র}}
 
[[বিষয়শ্রেণী:অসমীয়া ভাষার চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:১৯৭০-এর চলচ্চিত্র]]