বীণা দাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
২১ নং লাইন:
 
==রাজনৈতিক জীবন==
ছাত্রাবস্থায় তিনি রাজনৈতিক মনস্ক হয়ে ওঠেন। সে সময় যুগান্তর দলের কতিপয় সদস্যের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।১৯৩০ সালে ডালহৌসির অত্যাচারের বিরুধে প্রতিবাদের জন্য ছোট ছোট দলের নেতৃত্ব দেন এবং গ্রেপ্তার হন। বীণা দাস ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবের নেত্রী ছিলেন, এবং ১৯৩২ সালে [[কলকাতা বিশ্ববিদ্যাল|কলকাতা বিশ্ববিদ্যালয়]] এর সমাবর্তনে বাংলার ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর পিস্তল দিয়ে গুলি করে হত্যা প্রচেষ্টা চালানোর কারণে ৯ বছর কারা বরণ করেন। বীণা দাস ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দক্ষিণ কলকাতার [[ভারতীয় জাতীয় কংগ্রেস|কংগ্রেসের]] সম্পাদিকা ছিলেন। ১৯৪৬ থেকে ১৯৫১ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন। [[নোয়াখালী দাঙ্গা|নোয়াখালির দাঙ্গার]] পরে সেখানে তিনি রিলিফের কাজ করতেন।
 
==মৃত্যু==