আলাওল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
Bangali ind (আলোচনা | অবদান)
WikitanvirBot (আলাপ)-এর সম্পাদিত 2359375 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
২৯ নং লাইন:
| awards =
}}
'''আলাওল''' মধ্যযুগের একজন বাঙালি কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়কাব্যধারা প্রবর্তনকারী হিসাবে [[মুসলমান]] কবিগণের অবদান সর্বজনস্বীকৃত। এ সময়ে তারা [[আরবি]] [[ফার্সি]] ও [[হিন্দি]] সাহিত্যের বিষয়বস্তু ও ভাববৈচিত্র্য অবলম্বনে কাব্য রচনায় এক নবযুগ সৃষ্টি করেন। এপর্যায়ের কবিগণের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের বিচারে কবি আলাওলকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়।{{cn|date=নভেম্বর ২০১১}} আলাওল [[আরাকান]] রাজসভার অন্যতম কবি হিসাবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে 'শিরোমণি আলাওল' রূপে শীর্ষস্থান অধিকারী। আরবি ফার্সি হিন্দি ও সংস্কৃত ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। [[ব্রজবুলি]] ও [[মঘী]] ভাষাও তার আয়ত্তে ছিল। প্রাকৃতপৈঙ্গল, যোগশাস্ত্র, কামশাস্ত্র, অধ্যাত্মবিদ্যা, [[ইসলাম]] ও [[হিন্দু ধর্ম|হিন্দু]] ধর্মশাস্ত্র-ক্রিয়াপদ্ধতি, যুদ্ধবিদ্যা, নৌকা ও অশ্ব চালনা প্রভৃতিতে বিশেষ পারদর্শী হয়ে আলাওল মধ্যযুগের বাংলা সাহিত্যে এক অনন্য প্রতিভার পরিচয় দিয়েছন।<ref name="কবিতা" >মাধ্যমিক বাংলা সাহিত্য ''কবিতা'', প্রকাশক-জাতিয়জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, মতিঝিল, ঢাকা, প্রকাশকাল-১৯৮৩ খ্রি., পৃ. ৪ - ৯</ref><ref name="সিলেটের মরমী">সিলেটের মরমী মানস, '''প্রাক কথন''' [[সৈয়দ মোস্তফা কামাল]], প্রকাশনায়- মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য ও গবেষণা পরিষদ, প্রকাশকাল ২০০৯।</ref>
 
==জীবন==
কবি আলাওলের জন্ম ফতেহাবাদ, যা [[চট্টগ্রাম জেলার]] জালালপুরে অবস্থিত, সম্ভবত [[১৫৯৭]] সালে, আর মৃত্যু [[১৬৭৩]] সালে। তাঁর জীবনের অধিকাংশ সময় কেটেছে আরাকানে।<!-- তরুণ বয়সে তিনি এখানে আসেন। (কোথায় আসেন?)-->আরাকানের রাজার অশ্বারোহী সেনাবাহিনীতে ভর্তি হন। তাঁর কাব্যপ্রতিভার পরিচয় পাওয়া গেলে একসময় তিনি হয়ে পড়েন রাজসভার কবি। তাঁকে কাব্যচর্চায় বিশেষভাবে উৎসাহিত করেন রাজার একজন প্রধান কর্মচারী, মাগণমাগন ঠাকুর।
 
==কাব্য==
আলাওলের প্রধান কাব্য [[পদ্মাবতী]], যা ছিল কবি মালিক মোহাম্মদ জায়সীর হিন্দি কাব্য ''পদুমাবৎ''-এর অণুবাদ।অনুবাদ। এ কাব্য তিনি প্রায় তিন বছর সময়ব্যয়ে ১৬২৭ সালে শেষ করেন এবং আরাকানপতির আত্মীয় সৈয়দ মুসা'র উৎসাহে তিনি ''সয়ফল মুলুক ও বদিউজ্জামাল'' নামক পারস্য গ্রন্থ অণুবাদঅনুবাদ করেন<ref name="কবিতা" /><ref name="শ্রীহট্ট" >শ্রীহট্টের ইতিবৃত্ত পূর্বাংশ, [[অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি]]; দ্বিতীয় ভাগ, দ্বিতীয় খণ্ড, পঞ্চম অধ্যায়, পৃঃ ২৮৪, প্রকাশক: মোস্তফা সেলিম; উৎস প্রকাশন, ২০০৪।</ref>। মধ্যযুগের আরেক কবি [[দৌলত কাজী|দৌলত কাজীর]] অসমাপ্ত কাব্য শেষ করেন আলাওল, এর নাম ''সতীময়না''<ref name="শ্রীহট্ট" />। এছাড়া তাঁর উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে : ''তোহ্‌ফা'', ''দারাসেকেন্দারনামা'' প্রভৃতি। কবি আলাওলের ''পদ্মাবতী কাব্যের'' একটি অন্তরা : <Center>প্রেম বিনে ভাব নাই ভাব বিনে রস<br />ত্রিভুবনেত্রিভূবনে যাহা দেখি প্রেম হুনতে (হতে) বশ<br />যার হূদে জন্মিলেক প্রেমের অঙ্কুর<br />মুক্তি পাইল সে প্রেমের ঠাকুর<ref name="সিলেটের মরমী"/><br /></center>
<br />
মহাকবি আলাওল তাঁর বিখ্যাত ''সপ্ত পয়কর'' কাব্যে রাসুল বন্দনার প্রসঙ্গে লিখেছেন:<Center>আদ্যেতি নিরুপ ছিল প্রভূর নির্বাকার।<br />চেতন স্বরুপ যদি হইল প্রচার।।<br />অতি ঘোরতর তমঃআকার বর্জিত।<br />মহা জ্যোতিমংয় হৈল আল্লার-ঈঙ্গিত।।<br />জ্যোতি সমুদ্রে আদ্যি নুর মহাম্মদ।<br />জগৎ বিজয়ী হৈতে পাইল সম্পদ।।<br />সপ্ত স্বর্গ উদ্যানের আদ্য নব ফুল।<br />বৃদ্ধি বাক্যে শিরোমণি ভুবনেভূবনে অতুল।।<br />সেই পুস্প হৈতে আদ্যে আদম উজ্জল।<br />সকল কদর্মপূর্ণ সে-ই নির্মল।।<ref name="নু'মান" >''কাসিদায়ে ন'মান'' অণুবাদকঅনুবাদক- ডঃ মুহাম্মদ ফজলুর রহমান, প্রাকাশক গাউছুল আ'যম ও আলা হযরত (রাঃ) রিসার্চ একাডেমী, ঢাকা, প্রকাশকাল- ৩০ মে ২০০০ খ্রিস্টাব্দ।</ref>।<br /></center>
 
কবি দৌলত কাজির অসমাপ্ত কাব্য ''সতীময়না'' গ্রন্থে মোহাম্মদের 'সিফত' বয়ান হয়েছে এভাবে:<Center>আহাদ আছিল এক<br />মিম হন্তে পরতেক<br />যে মিমেত জগৎ মোহন<ref name="নু'মান" />।<br /></center>