উমাইয়া খিলাফত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
WikitanvirBot-এর সম্পাদিত সংস্করণ হতে Intakhab-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
A.A.jamir (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৩১ নং লাইন:
উমরকে অর্থনৈতিক সংস্কারের জন্য কৃতিত্ব দেয়া হয়। উমাইয়া শাসনের সময় অধিকাংশ জনতা ছিল [[খ্রিষ্টান]], [[ইহুদি]], [[জরস্ট্রিয়ান]] ও অন্যান্য ক্ষুদ্র সম্প্রদায়ের। এই ধর্মীয় সম্প্রদায়গুলোকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়নি। তাদেরকে জিজিয়া নামক কর দিতে হত। এ কর মুসলিমদের উপর ছিল না। ফলে রাজস্ব সংগ্রহের দিক থেকে ব্যাপকভাবে ইসলাম গ্রহণ সমস্যার সৃষ্টি করছিল। কিছু বিবরণী থেকে জানা যায় প্রাদেশিক শাসকরা ধর্মান্তরে নিরুৎসাহিত করছিলেন। উমর কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করেন তা স্পষ্ট না, কিন্তু সুত্র মতে তিনি আরব ও অনারবদের প্রতি একই নীতি অবলম্বন করেন এবং ইসলাম গ্রহণের পথে বাধা অপসারণ করেন।
 
উমরের মৃত্যুর পর আবদুল মালিকের আরেক পুত্র [[দ্বিতীয় ইয়াজিদ]] (শাসনকাল ৭২০-২৪) খলিফা হন। ইয়াজিদ খিলাফতের সীমানার ভেতরের খ্রিষ্টান ছবি মুছে ফেলার আদেশ দেন। ৭২০ এ ইরাকে [ইয়াজিদ ইবনুল মুহাল্লাব[ইয়াজিদ ইবনুল মুহাল্লাবের]] নেতৃত্ব আরেকটি বড় আকারের বিদ্রোহ সংঘটিত হয়।
 
===হিশাম ও সামরিক বিস্তৃতির বাধা===