স্কন্দের ধাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পরিষ্কারকরণ, সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ/সংশোধন
→‎অবস্থান: সম্প্রসারণ
১৬ নং লাইন:
==অবস্থান==
স্কন্দের ধাপ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ধাপ।<ref name=প্রত্নস্হলের তালিকা /> এটি [[মহাস্থানগড়]] থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে পাকা সড়কের প্রায় ৫০ মিটার পুবে একটি জলাশয়ের পাশে এই ধাপ অবস্থিত।
 
==বিবরণ==
একটি পুরন জলাশয় আছে যা লম্বাই ২৮২ মিটার × ৪৫ মিটার। এই জলাশয়ের পাশে স্কন্দের ধাপের দৈর্ঘ্য ৪৫মিটার, প্রস্থ ৪০ মিটার ও উচ্চতা ৪.৫০ মিটার বিশিষ্ট ঢিবি। উৎখনন করার কারণে ঢিবির অনেক ক্ষতি সাধিত হয়েছে। খ্রিষ্টীয় সাত শতকে কলহন নামে পণ্ডিতের রাজতরঙ্গিনী গ্রন্থে প্নডুনগরে একটি কার্তিকের মন্দির ছিল বলে জানা যায়। ধরনা করা হয় স্কন্দের ধাপের সেই মন্দিরটি ছিল।