ফ্রান্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Simanto123 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
Simanto123 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
১ নং লাইন:
== প্রশাসনিক অঞ্চলসমূহ ==
{{main|ফ্রান্সের প্রশাসনিক অঞ্চলসমূহ}}
 
ফ্রান্স নগরভিত্তিক রাষ্ট্র। জনসংখ্যার প্রায় তিন-চতুর্থাংশ শহরে বাস করেন। [[প্যারিস]] (ফরাসি Paris ''পারি'') ফ্রান্সের রাজধানী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। ফ্রান্সের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল এই প্যারিসে প্রায় এক কোটি লোকের বাস। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। মধ্য-১৯ শতকে ব্যারন [[জর্জ ওজেন|জর্জ ওজেনের]] সময় শহরটিকে বড় রাস্তা ও অন্যান্য পরিকল্পনামাফিক ঢেলে সাজানো হয়।
 
ফ্রান্সের অন্যান্য বড় শহরের মধ্যে আছে [[লিয়োঁ]] (Lyon), যা উত্তর সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী প্রাচীন [[রোন]] উপত্যকায় অবস্থিত। আরও আছে [[মার্সেই]] (Marseille), ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত একটি বহুজাতিক সমুদ্রবন্দর; [[প্রাচীন গ্রিস|গ্রিক]] ও কার্থেজীয় বণিকেরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এ শহরের পত্তন করে। [[নঁত]] (Nantes) আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি গভীর পানির পোতাশ্রয় ও শিল্পকেন্দ্র। [[বোর্দো]] (Bordeaux) [[গারন নদী|গারন নদীর]] উপর অবস্থিত দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের প্রধান শহর।
 
== জনসংখ্যা ==
ফরাসিরা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান, ধনী ও সুশিক্ষিত জাতির একটি। দেশটিতে একটি পূর্ণাঙ্গ সমাজকল্যাণ ব্যবস্থা রয়েছে, যা প্রতিটি ফরাসি নাগরিকের ন্যূনতম জীবনের মান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। বেশির ভাগ ফরাসি নাগরিক [[ফরাসি ভাষা|ফরাসি ভাষায়]] কথা বলেন। খ্রিস্টান ধর্মের [[রোমান ক্যাথলিক]] ধারা এখনকার,হিন্দুরা দক্ষিণ ভারতীয় ও মুসলমানরা উত্তর আফ্রিকান বংশোদ্ভূত মানুষের প্রধান ধর্ম।