তফাজ্জল হোসেন মানিক মিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
ভান্ডারিয়া - ভেন্ডারিয়া লেখাছিল ২য় লাইনে
১৩ নং লাইন:
}}
 
'''তফাজ্জল হোসেন মানিক মিয়া'''র জন্ম [[১৯১১]] সালে [[পিরোজপুর জেলা]] জেলার ভাণ্ডারিয়া গ্রামে। তাঁর বাবার নাম মুসলেম উদ্দিন মিয়া। শৈশবেই মানিক মিয়ার মা মারা যান। গ্রামের পূর্ব ভান্ডারিয়া মডেল প্রাইমারি স্কুলে মানিক মিয়ার শিক্ষা জীবনের শুরু। সেখানে কিছুদিন পড়ার পর তিনি ভর্তি হন ভেন্ডারিয়াভান্ডারিয়া হাই স্কুলে। স্কুল জীবন থেকেই তাঁর মেধার পরিচয় পাওয়া যায়। তখন থেকেই তিনি ছিলেন সহচর-সহপাঠীদের কাছে ক্ষুদে নেতা। ভান্ডারিয়া স্কুলে মানিক মিয়া অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তারপর চলে যান [[পিরোজপুর জেলা]] সরকারী হাই স্কুলে। সেখান থেকেই তিনি কৃতিত্বের সাথে মেট্রিক পাশ করেন। [[১৯৩৫]] সালে মানিক মিয়া ডিস্টিংশন সহ [[বরিশাল]] বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।<ref>http://www.gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=315</ref>
 
== কর্মজীবন ==