উইলিয়াম শেকসপিয়র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
WikitanvirBot-এর সম্পাদিত সংস্করণ হতে AftabBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
Suvray (আলোচনা | অবদান)
৩৯ নং লাইন:
| portaldisp =
}}
'''উইলিয়াম শেকসপিয়র''' ({{IPAc-en|ˈ|ʃ|eɪ|k|s|p|ɪə}};<ref>[http://www.collinsdictionary.com/dictionary/english/shakespeare "Shakespeare"] entry in ''[[Collins English Dictionary]]'', HarperCollins Publishers, 1998.</ref> [[ইংরেজি ভাষা|ইংরেজি]]: William Shakespeare ''উইলিয়াম্‌ শেইক্‌স্পিয়ার্‌'') (<!-- Please don't write that Shakespeare was born on 23 April; this is a tradition, not a fact (see the section on Shakespeare's life below) -->[[ব্যাপ্টিজম]] ২৬ এপ্রিল, ১৫৬৪; মৃত্যু ২৩ এপ্রিল, ১৬১৬)<ref name=dates group=nb/> ছিলেন একজন [[ইংল্যান্ড|ইংরেজ]] [[কবি]] ও [[নাট্যকার]]। তাঁকে [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষার]] সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়।<ref>{{Harvnb|Greenblatt|2005|loc=11}}; {{Harvnb|Bevington|2002|loc=1–3}}; {{Harvnb|Wells|1997|loc=399}}.</ref> তাঁকে ইংল্যান্ডের "জাতীয় কবি" এবং "বার্ড অফঅব অ্যাভন" (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে।<ref>{{Harvnb|Dobson|1992|loc=185–186}}</ref><ref name=national-cult group=nb/> তাঁর যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ৩৮টি [[নাটক]],<ref name=exact-figures group=nb/> ১৫৪টি [[শেকসপিয়রের সনেট|সনেট]], দুটি দীর্ঘ আখ্যানকবিতা এবং আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেকসপিয়র অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবেও লিখেছিলেন। তাঁর নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনূদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিকবার মঞ্চস্থ হয়েছে।<ref>{{Harvnb|Craig|2003|loc=3}}</ref>
 
শেকসপিয়রের জন্ম ও বেড়ে ওঠা স্ট্যাটফোর্ড অন-অ্যাভনে। মাত্র আঠারো বছর বয়সে তিনি অ্যানি হ্যাথাওয়েকে বিবাহ করেন। অ্যানির গর্ভে শেকসপিয়রের তিনটি সন্তান হয়েছিল। এঁরা হলেন সুসান এবং হ্যামনেট ও জুডিথ নামে দুই যমজ। ১৫৮৫ থেকে ১৫৯২ সালের মধ্যবর্তী সময়ে তিনি অভিনেতা ও নাট্যকার হিসেবে [[লন্ডন|লন্ডনে]] যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। লর্ড চেম্বারলেইন’স ম্যান নামে একটি নাট্যকোম্পানির তিনি ছিলেন সহ-সত্ত্বাধিকারী। এই কোম্পানিটিই পরবর্তীকালে কিং’স মেন নামে পরিচিত হয়। ১৬১৩ সালে তিনি নাট্যজগৎ থেকে সরে আসেন এবং স্ট্র্যাটফোর্ডে ফিরে যান। তিন বছর বাদে সেখানেই তাঁর মৃত্যু হয়েছিল। শেকসপিয়রের ব্যক্তিগত জীবন সম্পর্কে নথিভুক্ত তথ্য বিশেষ পাওয়া যায় না। তাঁর চেহারা, [[উইলিয়াম শেকসপিয়রের যৌনপ্রবৃত্তি|যৌনপ্রবৃত্তি]], ধর্মবিশ্বাস, এমনকি তাঁর নামে প্রচলিত নাটকগুলি তাঁরই লেখা নাকি অন্যের রচনা তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং হচ্ছে।<ref name=Shapiro2005>{{Harvnb|Shapiro|2005|loc=xvii–xviii}}; {{Harvnb|Schoenbaum|1991|loc=41, 66, 397–98, 402, 409}}; {{Harvnb|Taylor|1990|loc=145, 210–23, 261–5}}</ref>
৬৭ নং লাইন:
 
=== নাটকের বর্গবিভাজন ===
[[চিত্র:Gilbert WShakespeares Plays.jpg|thumb|right|''দ্য প্লেজ অফঅব উইলিয়াম শেকসপিয়র'', স্যার জন গিলবার্ট, ১৮৪৯]]
১৬২৩ সালে [[ফার্স্ট ফোলিও|ফার্স্ট ফোলিওতে]] প্রকাশিত শেকসপিয়রের ৩৬টি নাটককে উক্ত ফোলিওতে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। এগুলি হল: [[শেকসপিয়রীয় মিলনান্তক নাটক|মিলনান্তক (কমেডি)]], [[শেকসপিয়রীয় ঐতিহাসিক নাটক|ঐতিহাসিক (হিস্ট্রি)]] ও [[শেকসপিয়রীয় বিয়োগান্তক নাটক|বিয়োগান্তক (ট্রাজেডি)]]।<ref>{{Harvnb|Boyce|1996|loc=91, 193, 513.}}.</ref> যে দুটি নাটক ফোলিওর অন্তর্ভুক্ত হয়নি, সেগুলি হল ''দ্য টু নোবল কিনসমেন'' ও ''পেরিক্লিস, প্রিন্স অফঅব টায়ার''। বিশেষজ্ঞরা মনে করেন, এই দুই নাটকের অধিকাংশটাই শেকসপিয়রের রচনা। সেই হিসেবে এই দুটি নাটককেও শেকসপিয়রের নাট্যসাহিত্যের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে।<ref name=Kathman_b>Kathman, David, "The Question of Authorship" in {{Harvnb|Wells|Orlin|2003|loc=629}}; {{Harvnb|Boyce|1996|loc=91}}.</ref> শেকসপিয়রের কোনো কবিতাই ফোলিওর অন্তর্ভুক্ত হয়নি।
 
ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এডওয়ার্ড ডওডেন শেকসপিয়রের শেষ জীবনের চারটি কমেডিকে "[[শেকসপিয়রীয় অন্তকালীন রোম্যান্স|রোম্যান্স]]" নামে চিহ্নিত করেন। যদিও কোনো কোনো বিশেষজ্ঞ এই চারটি নাটককে "[[ট্রাজিকমেডি]]" নামে চিহ্নিত করার পক্ষপাতী।পক্ষপাতি।<ref>{{Harvnb|Edwards|1958|loc=1–10}}; {{Harvnb|Snyder|Curren-Aquino|2007}}.</ref> এই নাটকগুলিনাটকগুলো এবং ''দ্য নোবল কিনসমেন'' নাটকটি নিচে তারকা (*) চিহ্নিত। ১৮৯৬ সালে ফ্রেডরিক এস. বোয়াস ''[[অল’স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল]]'', ''[[মেজার ফর মেজার]]'', ''[[ট্রলিয়াস অ্যান্ড ক্রেসিডা]]'' ও ''[[হ্যামলেট]]'' নাটক চারটির জন্য "[[প্রবলেম প্লে]]" নামে একটি শব্দ ব্যবহার করেন।<ref>{{Harvnb|Schanzer|1963|loc=1–10}}.</ref> তিনি লেখেন, "বিষয়বস্তুগত সমতা ও সমধর্মিতা-সম্পন্ন নাটকগুলিকে নিছক কমেডি বা ট্রাজেডি বলা যায় না। তাই আমাদের আজকের থিয়েটার থেকে যথোপযুক্ত শব্দ ব্যবহার করতে হবে এবং এই নাটকগুলিকেনাটকগুলোকে শেকসপিয়রের "প্রবলেম প্লে" শ্রেণির অন্তর্গত করতে হবে।"<ref>{{Harvnb|Boas|1896|loc=345}}.</ref> এই শব্দবন্ধটি যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছিল। কখনও কখনও অন্যান্য নাটকের ক্ষেত্রেই এই শব্দবন্ধটি ব্যবহৃত হত। তবে এর ব্যবহার বন্ধ হয়নি। যদিও ''হ্যামলেট'' নাটকটি নির্দিষ্টভাবেই ট্রাজেডি শ্রেণিভুক্ত হয়ে আছে।<ref>{{Harvnb|Schanzer|1963|loc=1}}; {{Harvnb|Bloom|1999|loc=325–380}}; {{Harvnb|Berry|2005|loc=37}}.</ref> অন্যান্য "প্রবলেম প্লে"-গুলি জোড়া ছোরা (‡) চিহ্নিত হল।
 
যেসব নাটকগুলিনাটকগুলো অংশত শেকসপিয়রের লেখা সেগুলিকে নিচে ছোরা চিহ্নিত (†) করা হল। অন্য যেসব লেখা কখনও সখনও তাঁর লেখা বলে উল্লিখিত হয়ে থাকে, সেগুলি "অপ্রামাণিক রচনা" অংশের অন্তর্ভুক্ত হল।{{-}}
 
=== তালিকা ===
৮৪ নং লাইন:
* ''[[অল’স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল]]''‡
* ''[[অ্যাজ ইউ লাইক ইট]]''
* ''[[দ্য কমেডি অফঅব এররস]]''
* ''[[লভ’স লেবার’স লস্ট]]''
* ''[[মেজার ফর মেজার]]''‡
* ''[[দ্য মার্চেন্ট অফঅব ভেনিস]]''
* ''[[দ্য মেরি ওয়াইভস অফঅব উইন্ডসর]]''
* ''[[আ মিডসামার নাইটস ড্রিম]]''
* ''[[মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং]]''
* ''[[পেরিক্লিস, প্রিন্স অফঅব টায়ার]]''*†
* ''[[দ্য টেমিং অফঅব দ্য শ্রিউ]]''
* ''[[দ্য টেমপেস্ট]]''*
* ''[[টুয়েলফথ নাইট]]''
* ''[[দ্য টু জেন্টলমেন অফঅব ভেরোনা]]''
* ''[[দ্য টু নোবল কিনসমেন]]''*†
* ''[[দ্য উইন্টার’স টেল]]''*
১০৫ নং লাইন:
{{Main|শেকসপিয়রীয় ঐতিহাসিক নাটক}}
 
* ''[[লাইফ অ্যান্ড ডেথ অফঅব কিং জন|কিং জন]]''
* ''[[রিচার্ড দ্য সেকেন্ড]]''
* ''[[হেনরি দ্য ফোর্থ, প্রথম ভাগ]]''
১৪৪ নং লাইন:
* ''[[শেকসপিয়রের সনেট]]''
* '' [[ভেনাস অ্যান্ড অ্যাডোনিস (শেকসপিয়রের কবিতা)|ভেনাস অ্যান্ড অ্যাডোনিস]]''
* ''[[দ্য রেপ অফঅব লুক্রেসি]]''
* ''[[দ্য প্যাশনেট পিলগ্রিম]]''<ref name=Passionate-Pilgrim group=nb/>
* ''[[দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল]]''
১৬১ নং লাইন:
{{Main|শেকসপিয়রের অপ্রামাণিক রচনা}}
 
* ''[[আর্ডেন অফঅব ফ্যাভারশ্যাম]]''
* ''[[দ্য বার্থ অফঅব মার্লিন]]''
* ''[[লোক্রাইন]]''
* ''[[দ্য লন্ডন প্রডিগাল]]''
১৯১ নং লাইন:
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
{{reflist|2}}
 
== গ্রন্থপঞ্জী ==
== গ্রন্থপঞ্জি ==
<div class="references-small" style="-moz-column-count:2; column-count:2;">
* {{citation |last=Ackroyd |first=Peter |author-link=Peter Ackroyd |year=2006 |title=Shakespeare: The Biography |place=London |publisher=Vintage |isbn=0749386558}}.
৩৮৩ নং লাইন:
 
{{DEFAULTSORT:শেকসপিয়র, উইলিয়াম}}
[[বিষয়শ্রেণী:উইলিয়াম শেকসপিয়র]]
[[বিষয়শ্রেণী:১৫৬৪-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৬১৬-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:ইংরেজশেকসপিয়র কবিপরিবার]]
[[বিষয়শ্রেণী:ইংরেজ নাট্যকার]]
[[বিষয়শ্রেণী:ইংরেজ পুরুষ কবি]]
[[বিষয়শ্রেণী:ইংরেজ রেনেসাঁ নাট্যকার]]
[[বিষয়শ্রেণী:স্ট্যাটফোর্ড-আপঅন-অ্যাভনের ব্যক্তিত্ব]]
[[বিষয়শ্রেণী:উইলিয়াম শেকসপিয়র]]
[[বিষয়শ্রেণী:ইংরেজ কবি]]
[[বিষয়শ্রেণী:ইংরেজ নাট্যকার]]
[[বিষয়শ্রেণী:সনেট রচয়িতা]]