উইকিপিডিয়া আলোচনা:প্রস্তাবিত ভালো নিবন্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ভালো নিবন্ধের জন্য দেশী নিবন্ধ নির্বাচন ও বিশেষ উদ্যোগ
৯ নং লাইন:
==প্রস্তাবিত ভালো নিবন্ধের জন্য দেশী নিবন্ধ নির্বাচন ও বিশেষ উদ্যোগ==
ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত করার জন্য দেশী বিষয়ের ওপর গুরুত্ব প্রদানের আহবান জানাচ্ছি। যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বাংলাদেশের অর্থনীতি, মসলিন, জামদানী, ধনেশ পাখি, ইত্যাদি। এসব বিষয়ে তথ্যের ও ফটোর অভাব নেই। তবে কারো একার পক্ষে স্বল্প সময়ে সম্পূর্ণ করা সম্ভব নয়। বাছাই করে নিয়ে ৫-৬ জন সম্পাদককে এক যোগে কাজ করে ২-৩ সপ্তাহের মধ্যে এ ধরনের নিবন্ধকে ভাল নিবন্ধে উন্নীত করতে হবে। এ রকম উদ্যোগ গ্রহণ না-করলে প্রধান পাতায় বিদেশী বা লঘু গুরুত্বের নিবন্ধই আমাদের দেখতে হবে দীর্ঘকাল। -- [[ব্যবহারকারী:Faizul Latif Chowdhury|Faizul Latif Chowdhury]] ([[ব্যবহারকারী আলাপ:Faizul Latif Chowdhury|আলাপ]]) ১৭:১৫, ১২ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
:পর্যালোচনার জন্য জমা দেয়া অনেক নিবন্ধ অনেকদিন ধরে জমে রয়েছে। সেসব পর্যালোচনার জন্য সম্পাদকদের টীমওয়ার্ক জরুরি। তবে বিশ্বকোষ হিসেবে এক্ষেত্রে শুধু দেশি বিষয়ের উপর গুরুত্ব না দিয়ে বরং সামগ্রিকতা বজায় রাখতে হবে। --[[ব্যবহারকারী:Intakhab|Intakhab]] ([[ব্যবহারকারী আলাপ:Intakhab|আলাপ]]) ১৯:১৬, ১২ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
"প্রস্তাবিত ভালো নিবন্ধ" প্রকল্প পাতায় ফিরুন।