জেমস বন্ড (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
৮৮ নং লাইন:
জেমস বন্ডের উপন্যাসগুলোতে এ পর্যন্ত ৩১৭ বার মদপানের কথা উল্লেখ রয়েছে। তন্মধ্যে ''হুইস্কি'' ১০১, ''সেক'' ৩৫, ''শ্যাম্পেন'' ৩০, ''ভদকা মার্টিনিজ'' ১৯সহ অন্যান্যগুলো। প্রতি সাত পৃষ্ঠায় গড়ে একবার মদ্যপানের কথা বিবৃত করা হয়েছে।<ref>[http://www.atomicmartinis.com Atomicmartinis.com] Accessed: 20 January 2007</ref> বন্ডকে মাঝেমাঝেই [[অ্যালকোহল|অ্যালকোহলের]] পরিবর্তে অন্যান্য পানীয় গ্রহণ করতে দেখা যায়। এগুলো মূলতঃ রূচিবোধ পরিবর্তন এবং বিনোদনের জন্য গ্রহণ করে থাকেন।
 
ফ্লেমিংয়ের উপন্যাসগুলোয় জেমস বন্ডকে প্রচণ্ড রকমের ধূমপায়ী হিসেবে ফুঁটিয়ে তোলা হয়েছে। এক পর্যায়ে তাকে দৈনিক ৭০টি [[সিগারেট]] টানতে দেখা যায়।<ref>1985 Holy Smoke By Guillermo Cabrera Infante&nbsp;– University of Texas ISBN 0-06-015432-2 Page 212</ref> গড়ে তাকে ৬০টি সিগারেটের দিকে অগ্রসর হতে হয়। বন্ডকে বলকান এবং তুর্কি তামাক দিয়ে গড়া মরল্যাণ্ডমরল্যান্ড স্পেশাল সিগারেটের দিকে আচ্ছন্ন করে রেখেছে।
 
বন্ডকে নৌচালনায় অতি উৎসাহী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। চলচ্চিত্র-উপন্যাসে তিনি ব্যবসায়ের প্রয়োজনে এবং অবসর সময় অতিবাহিত করা - উভয় ক্ষেত্রেই নৌকায় সময় ব্যয় করছেন। ড. নো, ফ্রম রাশিয়া উইদ লাভ, ডায়মণ্ডস আর ফরএভার, থাণ্ডারবল, ইউ অনলি লাইভ টুয়াইস, লাইভ এণ্ড লেট ডাই, দ্য ম্যান উইদ দ্য গোল্ডেন গান, দি ওয়ার্ল্ড ইজ নট এনাফ, ক্যাসিনো রয়েল এবং কোয়ান্টাম অব সোলেস উপন্যাস ও চলচ্চিত্রে বন্ডকে নৌকায় চড়তে দেখা যায়।