আইজাক আসিমভ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
২৮ নং লাইন:
আসিমভ নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক অধ্যয়ন শুরু করেন যার মধ্যে ছিল ব্রুকলিনের বয়েজ হাই স্কুল। পরে যান [[কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়|কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে]] যেখান থেকে [[১৯৩৯]] সালে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এখান থেকেই [[১৯৪৮]] সালে [[পিএইচডি]] ডিগ্রি লাভ করেন। মাঝে [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] সময় তিন বছর ফিলাডেলফিয়া নেভি ইয়ার্ডের ন্যাভাল এয়ার এক্সপেরিমেন্টাল স্টেশনে সিভিলিয়ান হিসেবে কর্মরত ছিলেন। যুদ্ধের পর তাকে মার্কিন সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়,কিন্তু মাত্র নয় মাস পরেই সেখান থেকে সম্মানজনক অবসর প্রদান করা হয়। টাইপিংয়ে বিশেষ দক্ষতার জন্য তিনি সেনাবাহিনীতে [[করপোরাল]] পদে উন্নীত হয়েছিলেন। অবশ্য, [[১৯৪৬]] সালে [[বিকিনি প্রবাল প্রাচীর|বিকিনি প্রবাল প্রাচীরে]] পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের কাজে অংশ নেয়া থেকে নিজেকে সূক্ষ্ণভাবে সরিয়ে নিয়েছিলেন।
 
ডক্টরেট সম্পন্ন করার পর আসিমভ [[বোস্টন বিশ্ববিদ্যালয়|বোস্টন বিশ্ববিদ্যালয়ের]] স্কুল অফ মেডিসিনে শিক্ষক হিসেবে যোগ দেন। অনেকদিন এখানেই কর্মরতছিলেন। [[১৯৫৮]] সাল থেকে তার শিক্ষকতার ঝোঁক কমে আসে এবং পূর্ণোদ্যমে লেখালেখি শুরু করেন। লেখালেখির মাধ্যমে শিক্ষকতার চেয়ে অনেক বেশি অর্থ পেতেন। শিক্ষকতার সময়েই তিনি [[সহযোগী অধ্যাপক]] পদ পান এবং [[১৯৭৯]] সালে বিশ্ববিদ্যালয় তার লেখার প্রতি সম্মান দেখিয়ে তাকে জৈব রসায়নের পূর্ণ [[অধ্যাপক]] পদ প্রদান করে। [[১৯৬৫]] থেকে পরবর্তী সময়ে আসিমভের ব্যক্তিগত রচনা ও পত্রাদি [[মুগার মেমোরিয়াল লাইব্রেরি|মুগার মেমোরিয়াল লাইব্রেরির]] সংগ্রহশালায় রক্ষিত আছে। কিউরেটর হাওয়ার্ড গটলিয়েবের অণুরোধে তিনি এই গ্রন্থাগারে কিছু অণুদানঅনুদান দিয়েছিলেন। সেখানে তার রচনাগুলো মোট ৪৬৪টি বাক্স দখল করে আছে এবং তাকটির মোট দৈর্ঘ্য ৭১ মিটার।
 
আসিমভ [[১৯৪২]] সালের [[জুলাই ২৬]] তারিখে গেরট্রুড বালগারম্যানকে ([[১৯১৭]], [[কানাডা]] - [[১৯৯০]], [[বোস্টন]]) বিয়ে করেন। তাদের ঘরে ডেভিড (জ. [[১৯৫১]]) ও [[রবিন আসিমভ|রবিন জোয়ান]] (জ. [[১৯৫৫]]) নামক দুই সন্তানের জন্ম হয়। [[১৯৭০]] সালে গেরট্রুড ও আসিমভ পৃথক হয়ে যান এবং [[১৯৭৩]] সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তী বছর আসিমভ [[জেনেট আসিমভ|জেনেট ও জেপসনকে]] বিয়ে করেন।
৪৬ নং লাইন:
 
=== জনপ্রিয় বিজ্ঞান ===
* [[বিগিনিংস]], বাংলা অণুবাদেরঅনুবাদের নাম [[সূচনা (আইজাক আসিমভ)|সূচনা]]।
 
== পুরস্কার ==