অ্যাডিলি পেঙ্গুইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
১৬ নং লাইন:
}}
 
'''অ্যাডিলি পেঙ্গুইন''' (''Pygoscelis adeliae'') হল পেঙ্গুইনের একপ্রকারের প্রজাতি, যারা প্রধানত [[অ্যান্টার্কটিকা|অ্যান্টার্কটিকার]] উপকূলীয় অঞ্চলে বসবাস করে। এরা সামুদ্রিক পাখিদের মধ্যে সবথেকে বেশি দক্ষিণে বসবাসকারী পাখি। অন্যান্য পাখিরা হল [[এম্পেরার পেঙ্গুইন]], [[সাউথ পোলার স্কুয়া]], [[উইলসনস স্ট্রম পেট্রেল]], [[স্নো পেট্রেল]], [[অ্যান্টার্কটিক পেট্রেল]] ইত্যাদি পাখিগুলোও এই দক্ষিণ প্রান্তেই বসবাস করে। ১৮৪০ সালে ফরাসি অণুসন্ধানকারীঅনুসন্ধানকারী জুলেস দুমন্ত ডি উরভিল্লে প্রথম এদের নামকরণ করেন তাঁর স্ত্রীয়ের নামে "অ্যাডিলি"।
 
==শ্রেণীবিন্যাস==
২২ নং লাইন:
 
==বিতরণ ও বাসস্থান==
এখনও পর্যন্ত অণুমানঅনুমান করা হয় যে অ্যাডিলি পেঙ্গুইনদের এখনও ২.৪-৩.২ মিলিয়ন জোড়া পৃথিবীতে বসবাস করে। বেশিরভাগরাই [[অ্যান্টার্কটিকা|অ্যান্টার্কটিকার]] উপকূলীয় অঞ্চলে বসবাস করে। যদিও কিছু অংশ অ্যান্টার্কটিকা পেনিনসুলা অঞ্চলে প্রজনন করে। প্রজনন মরসুমের সময় তারা বড় প্রজনন উপনিবেশের মধ্যে সমবেত হয়, এক মিলিয়ন জোড়ার এক চতুর্থাংশ।<ref>{{cite doi|10.1016/j.rse.2013.08.009}}</ref> স্বতন্ত্র উপনিবেশের আকার নাটকীয়ভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কিছুটা অংশ জলবায়ুর অস্থিরতার বিশেষ প্রবণও হতে পারে।<ref>{{cite news| url= http://www.3news.co.nz/Winners-and-losers-as-climate-change-hits-Antarctica/tabid/1160/articleID/292941/Default.aspx|work=3 News NZ |title= Climate change winners and losers| date=April 4, 2013}}</ref>
 
অ্যাডিলি পেঙ্গুইন অক্টোবর থেকে ফেব্রুয়ারী সময় পর্যন্ত বংশবৃদ্ধি করে অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে। এরা পাথর দিয়ে এবড়ো-খেবড়ো বাসা বানায়। এরা দুটি ডিম পারে যা ৩২ থেকে ৩৪ দিন পর্যন্ত তা দেয়। পেঙ্গুইনদের সম্মেলনে যোগদান করবার আগে পর্যন্ত বাচ্চারা ২২ দিন বাসায় থাকে। প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনরা তাদের সেখানে আগলে রাখে। বাচ্চারা বড় হবার পরেই ৫০-৬০ দিন পরে সমুদ্রে নামে।