অর্থনৈতিক মন্দা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
৩৭ নং লাইন:
{{See also|Stabilization policy}}
 
[[মূলধারার অধিকাংশ অর্থনীতিবিদ]] মনে করেন যে অর্থনীতিতে অপর্যাপ্ত [[গড় চাহিদা]]র কারণে মন্দা দেখা দেয় এবং তাঁরা মন্দার সময় সম্প্রসারণমূলক বৃহদাকার অর্থনৈতিক নীতি গ্রহণের পক্ষপাতী। কোনও অর্থনীতিকে মন্দার কবল থেকে মুক্ত করার জন্য নানা কৌশল আছে. নীতিনির্ধারণকারীরা অর্থনীতির কোন শাখাকে অণুসরণঅনুসরণ করছেন তার উপর নির্ভর করে কৌশলগুলি ভিন্ন ভিন্ন হয়। [[মুদ্রা সরবরাহকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে অর্থনীতিতে পরিবর্তন আনার প্রক্রিয়ায় বিশ্বাসীরা]] সম্প্রসারণমূলক [[মুদ্রানীতি]] ব্যবহারের পক্ষপাতী। আবার [[কেইনস-এর অণুসারীঅনুসারী অর্থনীতিবিদেরা]] অর্থনীতির বৃদ্ধিতে গতি আনার জন্য [[সরকারের ব্যয়]] বৃদ্ধি করার কথা বলেন। [[জোগানের উপর জোর]] দেন যে সব অর্থনীতিবিদ, তাঁরা ব্যবসায় [[পুঁজি]]র বিনিয়োগ বাড়ানোর জন্য কর-ছাড়ের প্রস্তাব করেন। [[অবাধ বাণিজ্য নীতি]]তে বিশ্বাসী অর্থনীতিবিদেরা বাজারের স্বাভাবিক কর্মক্ষমতার উপর সরকারি হস্তক্ষেপ না করার পরামর্শ দেন।
 
== শেয়ার বাজার ও মন্দা ==
৫০ নং লাইন:
জশুয়া লিপটন ০১।২৮।০৮</ref> শেয়ারের পোর্টফোলিও একাধিক আন্তর্জাতিক শেয়ারে ভাগ করে দিলে কিছুটা নিরাপত্তা সম্ভাবনা আসতে পারে; তবে যে সব অর্থনীতি ঘনিষ্ঠভাবে মার্কিন অর্থনীতির সঙ্গে জড়িত, মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দা এলে তারাও প্রভাবিত হতে পারে।<ref>{0/{1}}রিসেশন স্টক পিক্স ডগলাস কোহেন, ১৮ই জানুয়ারী, ২০০৮</ref>
 
এ প্রসঙ্গে ''অর্ধেকের নিয়ম (হাফওয়ে রুল)'' <ref>http://online.wsj.com/article/SB122635740974515379.html ১১ই নভেম্বর, ২০০৮ মন্দা 'মধ্যবর্তি পথ' নিয়মের পরিক্ষা করে - ডেভি়ড গ্যাফেন দ্বারা</ref> নামে একটি মতের উল্লেখ করা যায়। এই মত অণুসারেঅনুসারে মন্দার মাঝপথে বিনিয়োগকারীরা অর্থনীতির স্বাভাবিক অবস্থায় ফেরার বিষয়টির সূযোগ নিতে শুরু করেন। ১৯১৯ সাল থেকে এ পর্যন্ত ১৬ টি মার্কিন মন্দার গড় দৈর্ঘ্য ছিল ১৩ মাস, যদিও সাম্প্রতিক মন্দাগুলির দৈর্ঘ্য আরও কম। তাই ২০০৮-এর মন্দা যদি সেই গড় নিয়মটিই অণুসরণঅনুসরণ করে থাকে, তা হলে শেয়ার বাজারের অধোগতি ২০০৮-এর নভেম্বর নাগাদ একেবারে তলানিতে গিয়ে ঠেকার কথা।
 
== মন্দা এবং রাজনীতি ==
৬২ নং লাইন:
== মন্দার ইতিহাস ==
=== বিশ্বব্যাপী মন্দা ===
[[বিশ্বব্যাপী মন্দা]]র কোনও সাধারণভাবে স্বীকৃত সংজ্ঞা নেই। [[IMF]]-এর বক্তব্য অণুসারেঅনুসারে বিশ্বের বিকাশ যখন ৩% এর কম, তখন সেই পরিস্থিতিকে বিশ্বব্যাপী মন্দা বলা যায়।<ref>[http://www.imf.org/external/np/vc/2002/040502.htm দ্য রিসেশন দ্যাট অলমোস্ট ওয়াস]। কেন্নেথ রগফ, ইন্টার্ন্যাশনাল মনিটারি ফান্ড, ফিনান্সিয়াল টাইম্স, এপ্রিল ৫, ২০০২</ref> IMF-এর আনুমানিক হিসেব অণুসারেঅনুসারে ৮ থেকে ১০ বছরের এক-একটি চক্র অন্তর বিশ্বব্যাপী মন্দা দেখা দেয়। গত তিন দশক ধরে IMF যে তিনটি মন্দাকে বিশ্বব্যাপী মন্দা আখ্যা দিয়েছে, সেই ক্ষেত্রগুলোতে বিশ্ব জুড়ে মাথাপিছু উত্পাদন বৃদ্ধির হার ছিল শূন্য বা ঋণাত্মক ।<ref>{0/{1}}গ্লোবাল রিসেশন রিস্ক গ্রোস অ্যাস ইউএস 'ড্যামেজ' স্প্রেডস (মার্কিন যুক্তরাস্ট্রের ক্ষতির প্রচারে বিশ্ববাজারে মন্দার বিপদ বৃদ্ধি করে)</ref>
 
[[ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (IMF)]]-এর অর্থনীতিবিদেরা বলেন বিশ্বব্যাপী মন্দার কারণে বিশ্বের বিকাশের হার তিন শতাংশ বা তারও কম হবে। এই মান অণুসারেঅনুসারে ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত চারটি সময়সীমা উপযুক্ত বলে চিহ্নিত হয়েছে: ১৯৯০-১৯৯৩, ১৯৯৮, ২০০১-২০০২ এবং ২০০৮-২০০৯।
 
=== ব্রিটিশ যুক্তরাজ্যের মন্দা ===
৮২ নং লাইন:
== ২০০০ দশকের শেষ ভাগের মন্দা ==
{{further|[[Late 2000s recession]]}}
সরকারি সূত্রে প্রাপ্ত অর্থনৈতিক তথ্য অণুযায়ী ২০০৯-এর শুরুর দিকে বহু দেশ মন্দার কবলে পড়ে। ২০০৭ সালের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দেয়,<ref name="nber">{{cite web|url=http://www.nber.org/cycles/dec2008.pdf|title=Determination of the December 2007 Peak in Economic Activity.|date=2008-12-11|publisher=NBER Business Cycle Dating Committee|accessdate=2009-04-26}}</ref> এবং ২০০৮ সালে আরও অনেকগুলি দেশ অণুসরণঅনুসরণ করেছিল।
 
=== মার্কিন যুক্তরাষ্ট্র ===