অভিষ্কা গুণবর্ধনে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
৯০ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
[[২০০০ আইসিসি নক-আউট ট্রফি|২০০০]] সালে কেনিয়ার নাইরোবিতে অণুষ্ঠিতঅনুষ্ঠিত [[আইসিসি নক-আউট ট্রফি|আইসিসি নক-আউট প্রতিযোগিতায়]] নিজের একমাত্র [[একদিনের আন্তর্জাতিক|ওডিআই]] [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরি]] করেছিলেন।<ref>http://www.espncricinfo.com/ci/engine/current/match/66171.html?version=iframe</ref> ঐ খেলায় শ্রীলঙ্কার ইনিংস ১০/২ থেকে ২৮৭/৬ করতে সক্ষম হয় ও তার দল ১০৮ রানের ব্যবধানে [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে জয়ী হয়। কিন্তু ক্রিকেটের বৃহৎ সংস্করণ হিসেবে [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] তিনি সফলকাম হননি। [[১৯৯৮-৯৯ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ|১৯৯৯]] সালের [[এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ|এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে]] [[পাকিস্তান জাতিয় ক্রিকেট দল|পাকিস্তানের]] বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে ও ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ তোলেন।
 
বড় ধরনের রান সংগ্রহে ব্যর্থতা স্বত্ত্বেও তার খেলোয়াড়ী জীবন চলমান ছিল। [[মারভান আতাপাত্তু]] আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে [[২০০৪ এশিয়া কাপ|২০০৪]] সালের [[এশিয়া কাপ|এশিয়া কাপেও]] অংশ নেন। ২০০৪ সাল থেকে [[টুয়েন্টি২০]] ক্রিকেটের সাথে সম্পৃক্ত হন। তবে, ২০০৮ সালে গুণবর্ধনেসহ আরও চারজান শ্রীলঙ্কান ক্রিকেটার [[ইন্ডিয়ান ক্রিকেট লীগ|ইন্ডিয়ান ক্রিকেট লীগে]] যোগ দিলে তাদেরকে ক্রিকেটে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়। এরপর সেপ্টেম্বর, ২০০৮ সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে থাকেন।