অপরাধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
৯ নং লাইন:
অপরাধের ইংরেজি প্রতিশব্দ ''ক্রাইম'' যা [[ল্যাটিন ভাষা|ল্যাটিন ভাষায়]] উদ্ভূত ''সার্নো'' থেকে এসেছে। এর অর্থ হচ্ছে "আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দণ্ডাজ্ঞা দিব"।
 
কিছু ধর্মে [[পাপ]] কার্য্যে অংশগ্রহণকে অপরাধরূপে দেখা হয়। [[আদম]] এবং [[ঈভ|ঈভের]] [[শয়তান|শয়তানের]] প্ররোচনায় গণ্ধর্বজাতীয়গন্ধর্বজাতীয় নিষিদ্ধ ফল গ্রহণকে ''প্রকৃত পাপ'' হিসেবে গণ্য করা হয়। দল বা রাষ্ট্রীয় অপরাধ হিসেবে [[যুদ্ধ]] অথবা [[সংঘর্ষ]] হয়ে থাকে। আধুনিক [[সভ্যতা|সভ্যতার]] ঊষালগ্নে আইনের কতকগুলো [[ধারা]] প্রণীত হয়েছে।
 
বিখ্যাত [[সমাজবিজ্ঞানী]] [[রিচার্ড কুইনী]] সমাজ এবং অপরাধের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, 'অপরাধ হচ্ছে সামাজিকতার দৃশ্যমান প্রতিফলন'। এ কথার মাধ্যমে তিনি মূলতঃ ব্যক্তির অপরাধে সম্পৃক্ততার প্রেক্ষাপট এবং সামাজিক আদর্শ, ন্যায়-নিষ্ঠার মাধ্যমে জনগণের উপলদ্ধিবোধ জাগ্রতকরণ - উভয় দিকই বিবেচনা করতে বলেছেন।<ref>Quinney, Richard, "Structural Characteristics, Population Areas, and Crime Rates in the United States," The Journal of Criminal Law, Criminology and Police Science, 57(1), p. 45-52</ref>
২০ নং লাইন:
অনেক দেশই তাদের দেশের জন্যে উপযোগী করে অপরাধের বিষয়বস্তু, আকার-প্রকৃতি, স্তর ক্ষেত্রগুলো মানদণ্ডে নিয়ে আইন প্রণয়ন করে থাকে। এক দেশের আইন, অন্য দেশের জন্যে উপযোগী না-ও হতে পারে। [[ধর্ম|ধর্মীয়]] এবং বিতর্কিত বিষয়গুলোর প্রেক্ষাপটে দ্রুত আইন প্রণয়ন করা হয়ে থাকে। [[মোটর সাইকেল|মোটর সাইকেলে]] [[হেলমেট]] ব্যবহার না করা কিংবা [[গাড়ী|গাড়িতে]] [[চালক]] কর্তৃক [[মোবাইল ফোন]] ব্যবহারের ফলে [[দূর্ঘটনা]] ঘটায়ও আইন প্রণয়ন করা হয়েছে, যাতে [[যাত্রী|যাত্রীদের]] জানমালের জন্যে হুমকিস্বরূপ।
 
[[বই]], [[চলচ্চিত্র]], [[গান]], অথবা [[ওয়েব পৃষ্ঠা]] তৈরী করার প্রেক্ষাপটেও যদি প্রকৃত রচয়িতা, নির্মাতার অণুমতিবিহীনঅনুমতিবিহীন অবস্থায় হয়, তবে তা [[কপিরাইট]] আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য করা হয়। এছাড়াও, অবৈধ ও নিষিদ্ধঘোষিত [[মাদকদ্রব্য]] উৎপাদন, প্রস্তুতকরণ, বহন করা কিংবা বিক্রয় করা হয় তবে তা সংশ্লিষ্ট দেশের আইন অণুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে।
 
== শাস্তি ==