অধিনায়ক (ক্রীড়া): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
৯ নং লাইন:
[[মার্শাল আর্ট|মার্শাল আর্টে]] একজন খেলোয়াড় প্রশিক্ষকের নির্দেশনায় খেলায় অংশ নেন। সেখানে [[প্রশিক্ষক]] বা সিনিয়র বেল্টধারী ব্যক্তিকে কখনো কখনো ক্যাপ্টেন নামে ডাকা হয়।
 
আগস্ট, ২০০৫ সালে [[হ্যান্ডবল]] খেলায় অধিনায়ককে [[আর্মব্যান্ড]] পড়ে খেলার অণুমতিঅনুমতি দেয়া হয়েছে। অধিনায়কের প্রধান কাজ হচ্ছে [[টস]] প্রয়োগ করা যা বর্তমানে খেলার পূর্বে অন্য কোন কর্মকর্তা কিংবা অন্য কোন দায়িত্বপ্রাপ্ত খেলোয়াড়ও অংশ নিতে পারেন।
 
জার্মান আইনে [[ফুটবল]] খেলায় উভয় দলের অধিনায়ককেই [[বাহু|বাহুর]] উপরের অংশে ব্যান্ডেজ পরিধান করা বাধ্যতামূলক। এরফলে মাঠে অবস্থানরত সকলেই দূর থেকে তাঁকে চিহ্নিত করতে পারেন। দলের খেলোয়াড় কিংবা অণুসারীরঅনুসারীর অ-খেলোয়াড়ীসুলভ আচরণের জন্যেও তাঁকে জবাবদিহিতা করতে হয়। ডিএফবি ফুটবল আইন ২০১১/২০১২ মোতাবেক -
{{উক্তি|খেলোয়াড় হিসেবে প্রতিটি দলের একজন অধিনায়ক রেফারীর সহযোগী হিসেবে বিবেচিত হবে। এছাড়াও তিনি দলের অন্যান্য সদস্যের আচার-আচরণের জন্যে দায়ী থাকবেন। তিনি বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন না ...}}