আম্পায়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
Suvray (আলোচনা | অবদান)
WikitanvirBot-এর সম্পাদিত সংস্করণ হতে Suvray-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
১১ নং লাইন:
== ভূমিকা ==
[[চিত্র:Alf-proto.png|thumb|250px|[[লিভার কাউন্টার|লিভার কাউন্টারের]] সাহায্যে আম্পায়ার ওভারের বল সংখ্যা গণনা করে থাকেন]]
বোলিং প্রান্তে আম্পায়ারদ্বয়ের মধ্যে একজন দণ্ডায়মান থেকে [[বোলিং (ক্রিকেট)|বোলারের]] হাতের কনুই বাঁকানো, [[নো-বল]], [[ওয়াইড বল]], আচার-আচরণ, আবেদন, ব্যাটসম্যানের কর্মকাণ্ড, [[ফিল্ডার|ফিল্ডারদের]] অবস্থানসহ বহুবিধ বিষয় পর্যবেক্ষণ করে থাকেন। এছাড়াও, ফিল্ডিং-ব্যাটিং সাইড নির্ধারণে টস, আবহাওয়ার গতিবিধি লক্ষ্য করা, ব্যাটসম্যানকে আউটের সিদ্ধান্ত প্রদান, চার, ছয়, লেগ-বাই, ডেড-বল, নতুন বল মাঠে নামানো, পাওয়ার প্লে ইত্যাদি বহুবিধ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। অনেক সময় [[খেলোয়াড়|খেলোয়াড়দের]] [[টুপি]], [[পোশাকপোষাক]], [[চশমা]] ইত্যাদি জিনিসপত্রাদিও সংরক্ষণ করেন। তিনি ওভারে বলের সংখ্যা গণনা করেন। [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট|একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে]] বোলারের নির্দিষ্ট [[ওভার]] লিখে রাখাও তাঁর দায়িত্বের অন্যতম অংশ।
<!--টস, ম্যাচ রেফারী/আম্পায়ার-->
 
বল মোকাবেলায় নিয়োজিত ব্যাটসম্যানের সমান্তরালে অর্থাৎ ''স্ট্রাইকারস্‌ এ্যান্ড আম্পায়ার'' হিসেবে অন্য আম্পায়ার [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যানের]] আউট হওয়া সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণের জন্য সুবিধাজনক স্থানে অবস্থান নেন। এছাড়াও, তিনি [[মাঠ|মাঠে]] অবস্থানরত অন্যান্য বিষয় ও ঘটনাবলী নজর রাখেন। সচরাচর তিনি পপিং ক্রিজের কয়েক [[গজ]] দূরত্বে বিশেষতঃ লেগ সাইডে দণ্ডায়মান থাকেন। সেইসূত্রে তিনি ''স্কয়ার লেগ আম্পায়ার'' হিসেবে পরিচিত। ব্যাটসম্যানের অসুস্থতাজনিত কারণে [[রানার (ক্রিকেট)|রানারকে]] সহযোগিতা ও নজর রাখেন।
 
উভয় আম্পায়ারই খেলোয়াড় পরিবর্তনের লক্ষ্যে ''অতিরিক্ত খেলোয়াড়'' মাঠে নামানো, [[খেলা]] বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় আলোকস্বল্পতা, [[কুয়াশা]], [[বৃষ্টি]], দূর্যোগপূর্ণ [[আবহাওয়া]] কিংবা অণুপযুক্তঅনুপযুক্ত পরিবেশের কথাও বিবেচনায় রাখেন।
 
== রেকর্ড ==
=== টেস্ট ক্রিকেট ===
সবচেয়ে বেশী টেস্ট ম্যাচ খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেছেন ওয়েস্ট ইন্ডিজের [[স্টিভ বাকণারবাকনার]]। ২৮ নভেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত শীর্ষ ১০ জন টেস্ট আম্পায়ারের তালিকা নিম্নরূপ:<ref>{{cite web|url=http://stats.cricinfo.com/ci/content/records/283783.html|publisher=[[Cricinfo]]|title=Most matches as an umpire: Test|accessdate=28 November, 2014}}</ref> -
{| class=wikitable
!দল!!আম্পায়ার!!সময়কাল!!খেলার সংখ্যা
|- style="background:gold"
|{{flagicon|Jamaica}} ||[[স্টিভ বাকণারবাকনার]] || ১৯৮৯-২০০৯|| ১২৮
|- style="background:silver"
|{{flagicon|RSA}} ||[[রুডি কোয়ের্টজেন]] || ১৯৯২-২০১০ || ১০৮
৫৪ নং লাইন:
|{{flagicon|NZL}}|| '''[[বিলি বাউডেন]]''' || '''১৯৯৫-বর্তমান''' || '''১৯১'''
|- bgcolor="#cc9966"
|{{flagicon|Jamaica}}|| [[স্টিভ বাকণারবাকনার]] || ১৯৮৯-২০০৯ || ১৮১
|-
|{{flagicon|AUS}} || [[ড্যারিল হার্পার]] || ১৯৯৪-২০১১ || ১৭৪