উদ্ভিদ উদ্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
WikitanvirBot-এর সম্পাদিত সংস্করণ হতে Sajibur-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
১ নং লাইন:
[[চিত্র:Orto botanico di Pisa - general view.JPG|thumb|right|200px|<center>''[[Orto botanico di Pisa]]'' operated by the [[University of Pisa]]: The first botanic garden, established in 1544 under botanist [[Luca Ghini]], it was relocated in 1563 and again in 1591</center>]]
'''উদ্ভিদ উদ্যান''' বলতে প্রাকৃতিক [[বাস্তুতন্ত্র]] ও বাস্তুতন্ত্রের মধ্যে বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র সংক্রান্ত সম্পদের সর্বাঙ্গীণ রক্ষার জন্য জীবজন্তু ও গাছপালার স্বাভাবিক নিবাসের বিশাল আয়তনের সংরক্ষিত অঞ্চলকে বোঝায়। <ref name="ReferenceA">জীববিজ্ঞান প্রথম পত্র- হাফিযুর রহমান মণ্ডল, মোঃ আব্দুল কাইয়ুম, এডলিন ডি ক্রুজ</ref> উদ্ভিদ উদ্যানে বিশেষ ধরনেরধরণের উদ্ভিদ যেমন [[ক্যাকটাস]] থাকতে পারে। উদ্ভিদ উদ্যানে বিশ্বের বিভিন্ন দেশের [[উদ্ভিদ]] সংরক্ষিত থাকে। এছাড়াও থাকে [[গ্রীনহাউস]]। [[পর্যটক|পর্যটকদের]] জন্য ভ্রমণ, শিক্ষামূলক প্রদর্শনী, [[চিত্র প্রদর্শনী]] বই-ঘর, মুক্ত বাতাসে [[গান]] ও অন্যান্য বিনোদনের ব্যাবস্থা থাকে। উদ্ভিদ উদ্যান সাধারণত [[বিশ্ববিদ্যালয়]] ও অন্যান্য গবেষণা সংস্থা দ্বারা পরিচালিত হয়, এবং উদ্ভিদের [[জাতিজনি শ্রেণীবিন্যাস|শ্রেণিবিন্যাসে]] জড়িত বিষয়গুলোর সাথে সম্পর্ক যুক্ত থাকে। অর্থাৎ, উদ্ভিদ উদ্যান মূলত গবেষণা, পর্যবেক্ষণ ও জ্ঞানলাভের জন্য জীবন্ত [[উদ্ভিদ]] সংরক্ষণ করে, যদিও এসব নির্ভর করে কোন উদ্যানে কোন ধরনেরধরণের উদ্ভিদ আছে এবং এদের বিশেষত্বের উপর। উদ্ভিদ উদ্যানের সূত্রপাত ঘটে মধ্যযুগের [[ইউরোপ|ইউরোপে]] [[ভেষজ উদ্ভিদ|ভেষজ উদ্ভিদের]] বাগান হিসেবে। এগুলো সর্ব প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল [[ইতালীয় রেনেসাঁস]] এর সময়ে অর্থাৎ ষোড়শ শতাব্দীতে। ১৭ শতাব্দীতে ভেষজ উদ্ভিদের প্রতি এই বিশেষ গুরুত্ব কমতে থাকে যখন ইউরোপের বাইরে ভ্রমণ করে নতুন উদ্ভিদ আমদানি শুরু হয় এবং [[উদ্ভিদবিজ্ঞান]] [[Medicine]] থেকে স্বাধীনতা লাভ করতে থাকে।
 
==সংজ্ঞা==
২২ নং লাইন:
# [[বংশগতি]]ক [[জীববৈচিত্র্য]] সংরক্ষণের ব্যাবস্থা ও জীববৈচিত্র্য বৃদ্ধি করা।
# এ রকমের উদ্যান বহিরাগত [[প্রাণী]] ও [[মানুষ]] এর অবৈধ প্রবেশ, [[গাছ]] কাটা বা ক্ষতিসাধন থেকে মুক্ত রাখা।
# এর কোন জায়গা [[কৃষি]] জমির বা অন্য কোন কাজে ব্যবহারব্যাবহার থেকে মুক্ত রাখা। <ref name="ReferenceA"/>
 
==ইতিহাস==
উদ্ভিদ উদ্যানের ইতিহাস উদ্ভিদবিজ্ঞানের ইতিহাসের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীর উদ্ভিদ উদ্যানগুলো ছিল ভেষজ উদ্ভিদের উদ্যান। কিন্তু সুন্দর,অদ্ভুত,নতুন এবং অর্থকরী উদ্ভিদের সংরক্ষণ ও প্রদর্শনস্থল হিসেবে উদ্ভিদ উদ্যানের ধারণা ফিরে আসে ইউরোপের কলোনি ও দূরবর্তী স্থান থেকে।<ref>{{Harvnb|Hill|1915|p=210}}</ref> পরে ১৮ শতকে উদ্ভিদবিদ্রা নতুন উদ্ভিদগুলোকে আধুনিক শ্রেণীবিন্যাস অণুসারেঅনুসারে সাজানোর চেষ্টা শুরু করলে উদ্যানগুলো আরও শিক্ষামূলক হয়ে ওঠে। পরবর্তীতে ১৯ এবং ২০ শতকে এই ধারা বিশেষ ও নির্বাচিত নমুনা প্রদর্শনের দিকে ধাবিত হয় যা হরটিকালচার এবং উদ্ভিদবিজ্ঞানের বিভিন্ন ধাপকে তুলে ধরে।<ref>{{Harvnb|Hill|1915|pp=219–223}}</ref>
 
===নিয়ামক===
৩৩ নং লাইন:
 
নেয়ার-ইস্টেম রাজকীয় বাগানগুলো খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ থেকে [[ancient Egypt|প্রাচীন মিসর]], [[Mesopotamia|মেসোপটেমিয়া]], [[Crete|ক্রেতে]], [[Mexico|মেক্সিকো]] এবং [[China|চীনে]] পরিচিত। এই বাগানগুলো অর্থনৈতিক উদ্দেশে বা প্রদর্শনের জন্য ব্যবহার হয়। কিছু বৃক্ষ বিশেষ সংগ্রহ ভ্রমণ বা ভিনদেশে সামরিক মহড়ার সময় যোগাড় কয়া হয়েছে। <ref>{{Harvnb|Day|2010|pp=65–78}}</ref> ২৮০০ খ্রিস্টপূর্বাব্দে চীনা সম্রাট [[Shen Nung|সেন নুং]] অর্থনৈতিক অথবা ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদের জন্য সংগ্রাহকদের দূরবর্তী অঞ্চলে প্রেরণ করেন।<ref>{{Harvnb|Hill|1915|pp=185–186}}</ref> এছাড়া ধারণা করা হয় যে [[Spanish colonization of the Americas|Spanish conquest of Mesoamerica]] উদ্ভিদ উদ্যানের ইতিহাসকে প্রভাবিত করেছে <ref name=Hya6912 /> যেমন রাজা [[Ciudad Nezahualcóyotl|নেযাহুয়ালকয়তল]] বাগান প্রতিষ্ঠা করেন [[Tenochtitlan|তেনক্তিতলানে]] <ref>{{Harvnb|Toby Evans|2010|pp=207–219}}</ref> এছাড়া [[Chalco (altépetl)|চাল্ক (আলতেপেতল)]] এবং অন্যান্য জায়গার বাগান [[স্পেন]] আক্রমণকারীদের আকৃষ্ট করেছিল শুধুমাত্র বাগানগুলোর গঠন সৌন্দর্যের জন্যই নয়, বরং আদিম [[Aztec|অ্যাজটেকগণ]] ক্লাসিক্যাল ইউরোপের তুলনায় যে অধিক পরিমাণে ভেষজ উদ্ভিদ রোপণ করেছিল সেটাও একটি কারণ।<ref>{{Harvnb|Guerra|1966|pp=332-333}}</ref><ref>{{Harvnb|Hill|1915|p=187}}</ref>
মধ্যযুগের প্রাথমিক ভাগে [[Islam in Spain|ইসলামিক স্পেন]] উদ্ভিদ উদ্যানের ভবিষ্যৎ তুলে ধরে, যার একটি উদাহরণ হচ্ছে ১১ শতাব্দীর [[Toledo, Spain|টলডোর]] শারীরতত্ত্ববিদ এবং লেখক [[Ibn Wafid|ইবন্ ওয়াফিদের]] (৯৯৯–১০৭৫ CE) হুএরতা ডেল রে বাগান যা পরবর্তীতে বাগান গল্পকার [[Ibn Bassal|ইবন্ বাসাল]] (fl. ১০৮৫ CE) ১০৮৫ CE-তে খ্রিস্টানদের বিজয়ের পর্যন্ত রাখেন । ইবন্ বাসাল পরবর্তীকালেপরবর্তীতে সেভিলিতে একটি বাগান স্থাপন করেন যার অধিকাংশ উদ্ভিদ সংগ্রহ করা হয় একটি বৃক্ষ সংগ্রহ অভিযানের মাধ্যমে যার অন্তর্ভুক্ত ছিল মরক্কো, পেরসিয়া, সিসিলি এবং মিসর। স্প্যানিশ আরব শারীরতত্ত্ববিদেরা মন্টপেলিয়ারে একটি মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন যাতে ১২৫০ CE –তে একটি ভেষজ বাগান প্রতিষ্ঠা করা হয় তবে ১৫৯৩ এর আগ পর্যন্ত একে উদ্ভিদ উদ্যান হিসেবে স্বীকৃতি দেয়া হয় নি। <ref>{{Harvnb|Taylor|2006|p=57}}</ref>
 
== ছবিঘর ==