উমর আল-আকতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
WikitanvirBot-এর সম্পাদিত সংস্করণ হতে AftabBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
২১ নং লাইন:
| religion = [[ইসলাম]]
}}
'''উমর ইবনে আবদুল্লাহ ইবনে মারওয়ান'''<ref name="PBZ">{{harvnb|PmbZ|loc='Umar ibn 'Abdallāh ibn Marwān al-Aqta' (#8552/corr.)}}.</ref> বা '''আমর ইবনে উবাইদুল্লাহ ইবনে মারওয়ান''',<ref>{{harvnb|Canard|1961|pp=170–171}}.</ref> পদবী '''আল-আকতা''', "একহাত বিশিষ্ট" (μονοχεράρης, ''monocherares'', (গ্রিকগ্রীক ভাষায়)), এছাড়াও বাইজেন্টাইন সূত্রে '''আমির''' বা '''আম্ব্রোস''' ({{lang-el|{{lang|grc|Ἄμερ or Ἄμβρος}}}}),<ref name="PBZ"/> ছিলেন মালাতিয়ার একজন অর্ধ-স্বাধীন আরব [[আমির]]। ৮৩০-এর দশক থেকে ৮৬৩ খ্রিষ্টাব্দের ৩রা সেপ্টেম্বর [[লালাকাওনের যুদ্ধ|লালাকাওনের যুদ্ধে]] নিহত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। এই সময় [[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইন সাম্রাজ্যের]] পূর্বাঞ্চলীয় সীমান্তে তিনি বাইজেন্টাইনদের একজন শক্ত প্রতিপক্ষ ছিলেন।<ref name="ODB">{{harvnb|Hollingsworth|1991|pp=2139–2140}}.</ref> আরবি ও তুর্কি মহাকাব্যিক সাহিত্যে তিনি একজন প্রধান ব্যক্তি।
 
==জীবনী==
৩১ নং লাইন:
৮৫০ এর দশকে বাইজেন্টাইন সম্রাট তৃতীয় মাইকেলের নেতৃত্বাধীন বাহিনীকে উমর পরাজিত করেছিলেন। এছাড়াও তিনি বাইজেন্টিয়ামে কয়েকটি সফল অভিযানে নেতৃত্ব দেন। তার মধ্যে একটি অভিযানের সময় তিনি বাইজেন্টাইন সেনাবাহিনীর ঘাটি [[বিথিনিয়া|বিথিনিয়ার]] [[মালাগিনা]] পর্যন্ত পৌঁছান।<ref name="PBZ"/> তবে ৮৫৬ খ্রিষ্টাব্দে সেনাপতি পেট্রোনাসের পরিচালিত পাল্টা অভিযান থামাতে ব্যর্থ হন। এই অভিযানে বাইজেন্টাইনরা [[দিয়ারবাকির]] পর্যন্ত আসে এবং অনেককে বন্দী করে।<ref name="Treadgold451">{{harvnb|Treadgold|1997|p=451}}.</ref>
 
৮৬০ খ্রিষ্টাব্দে উমর আনাতোলিয়া অভিযান চালান এবং [[কৃষ্ণসাগর|কৃষ্ণসাগরের]] বন্দর [[সিনোপ, তুরস্ক|সিনোপ]] পৌঁছান। এতে প্রায় ১২,০০০টি গবাদিপশু তাদের অধিকারে আসে।<ref name="Treadgold451"/><ref>{{harvnb|Whittow|1996|p=310}}.</ref> তিন বছর পর তিনি [[সিলিসিয়ান গিরিপথ]] দিয়ে আনাতোলিয়া আক্রমণকারী প্রধান আব্বাসীয় বাহিনীতে অংশ নেন। মূল বাহিনী থেকে বের হয়ে তিনি সম্রাট তৃতীয় মাইকেলের বাহিনীকে মারজ আল-উসকুফে প্রতিহত করেন এবং তিনি ও তার সৈনিকরা উত্তরে বন্দর নগরী [[এমিওসোস]] দখল করেন। ফিরে আসার সময় বাইজেন্টাইনরা তাকে ঘিরে ফেলে এবং ৮৬৩ খ্রিষ্টাব্দের ৩রা সেপ্টেম্বর তিনি [[লালাকাওনের যুদ্ধ|লালাকাওনের যুদ্ধে]] তিনি নিহত হন। তার সেনাবাহিনীর একটি অংশ তার পুত্রের নেতৃত্বে ফেরত আসতে সক্ষম হয়। কিন্তু কারসিয়ানন জেলার কমান্ডার তাদের পরাজিত ও বন্দী করেন।<ref name="PBZ"/><ref name="ODB"/><ref>{{harvnb|Whittow|1996|p=311}}.</ref><ref>{{harvnb|Treadgold|1997|p=452}}.</ref>[[আল-তাবারি|আল-তাবারির]] মত অণুযায়ীঅনুযায়ী উমর ও আরেক গণ্যমান্য নেতা [[আলি ইবনে ইয়াহিয়া আল-আরমানি|আলি ইবনে ইয়াহিয়া আল-আরমানির]] মৃত্যুসংবাদ ইরাকে পৌঁছানোর পর [[বাগদাদ]], [[সামারা]] ও অন্যান্য শহরে আব্বাসীয় সরকারের অক্ষমতার কারণে জনতার মধ্যে অসন্তোষ দানা বাধে।<ref>{{harvnb|Saliba|1985|pp=9–11}}.</ref>
 
তার মৃত্যুর পর মালাতিয়া আর বাইজেন্টাইনদের জন্য সামরিক হুমকি ছিল না। তবে এই শহর আরো ৭০ বছর মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল। উমরের পুত্র আবু আবদুল্লাহ ও নাতি [[আবু হাফস ইবনে আমর]] এরপর তার উত্তরাধিকারী হন। আবু হাফস ৯৩৪ খ্রিষ্টাব্দে বাইজেন্টাইন সেনাপতি জন কোকোয়াসের কাছে শহরের সমর্পণ করেন।<ref name="PBZ"/><ref name="Honigmann"/><ref>{{harvnb|Whittow|1996|pp=311, 317}}.</ref>
৩৮ নং লাইন:
আরব-বাইজেন্টাইন যুদ্ধের অন্য অনেক উল্লেখযোগ্য ব্যক্তির মত উমরও আরব ও বাইজেন্টাইন কিংবদন্তিতে স্থান পেয়েছেন। আরবি মহাকাব্যিক সাহিত্য ''[[দিলহামা|দিলহামাতে]]'' তিনি একজন প্রধান চরিত্র। তবে বনু সুলাইমের প্রতিপক্ষ বনু কিলাবের প্রতি পক্ষপাতিত্বের কারণে এতে তার ছোট করা হয়েছে।<ref>{{harvnb|Canard|1961|pp=169–171}}.</ref> তার সংক্রান্ত গল্প ''[[আরব্য রজনী|আরব্য রজনীর]]'' গল্পে উমর ইবনুল নুমান ও তার ছেলের গল্পকে প্রভাবিত করেছে। এছাড়াও উমর আল-আকতা তুর্কি মহাকাব্যিক সাহিত্য [[বাত্তাল গাজি|বাত্তাল গাজিতে]] স্থান পেয়েছেন। ''বাত্তাল গাজি'' উমাইয়া সেনাপতি [[আবদুল্লাহ আল-বাত্তাল|আবদুল্লাহ আল-বাত্তালকে]] কেন্দ্র করে গড়ে উঠেছে এবং তিনিও ''দিলহামা''র একজন প্রধান চরিত্র।<ref>{{harvnb|Canard|1961|pp=167–169}}.</ref><ref>{{harvnb|Dedes|1996|pp=3–16}}.</ref>
 
বাইজেন্টাইন সাহিত্যেও উমর আল-আকতার উল্লেখ রয়েছে।<ref name="Canard170"/><ref>{{harvnb|Beck|1971|pp=73–75}}.</ref> গ্রিকগ্রীক পণ্ডিত জি. ভেলোডিয়াসের মত হল উমর আল-আকতা ''সং অফ আরমোরিস'' এর নামে উল্লেখিত ব্যক্তি। জার্মান পণ্ডিত হান্স-জর্জ বিক ভিন্নমত প্রকাশ করেন তবে তার মতে একই গল্পে উল্লেখিত "স্বল্প অস্ত্রধারী" আরব নেতার কাহিনী উমরের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।<ref>{{harvnb|Beck|1971|pp=54–55}}.</ref> ১০ম শতাব্দীতে [[আল-মাসুদি]] তার ''[[মুরুজ আয-যাহাব ওয়া মাআদিন আল-জাওয়াহির]]'' গ্রন্থে লিখেছেন যে সম্মান প্রদর্শনের জন্য যেসব মুসলিমের ছবি বাইজেন্টাইন গির্জায় চিত্রায়িত হয়েছিল উমর আল-আকতা তাদের অন্যতম।<ref name="Canard170"/>
 
==তথ্যসূত্র==