উপহার (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{Infobox film | name = উপহার | image = Uphaar (1971).jpg | caption = ''উপহার'' ছবির পোস্টার...
 
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৮ নং লাইন:
| budget =
}}
'''''উপহার''''' হল ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত একটি [[বলিউড|হিন্দি চলচ্চিত্র]]। [[রাজশ্রী প্রোডাকশনস|রাজশ্রী প্রোডাকশনসের]] পক্ষ থেকে ছবিটি প্রযোজনা করেন [[তারাচন্দ বরজাত্য]]। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন [[জয়া ভাদুড়ি]], [[স্বরূপ দত্ত]] ও [[কামিনী কুশল]]। ছবির সংগীতসঙ্গীত পরিচালনা করেন [[লক্ষ্মীকান্ত প্যারেলাল]]। ছবিটি [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] ''সমাপ্তি'' শীর্ষক ছোটোগল্প অবলম্বনে নির্মিত। ছবিটি ৪৫তম [[একাডেমি পুরস্কার|একাডেমি পুরস্কারে [[শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ বিদেশি ছবি]] বিভাগে ভারতীয় ছবি হিসেবে প্রবেশাধিকার পেয়েছিল, তবে মনোনয়ন পায়নি।<ref>Margaret Herrick Library, Academy of Motion Picture Arts and Sciences.</ref>
 
==কাহিনি==
অনুপঅণুপ [[কলকাতা|কলকাতায়]] আইন পড়ে। তার বিধবা মা [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] একটি ছোটো শহরে বাস করেন। অনুপেরঅণুপের দিদি সুধা ও তার স্বামী অনিল কলকাতায় বাস করেন। অনুপেরঅণুপের বিয়ের বয়স হয়ে গিয়েছে। তাই অনুপেরঅণুপের মা তার জন্য প্রতিবেশীরপ্রতিবেশির এক মেয়েকে পাত্রী স্থির করেছেন। মেয়েটির নাম বিদ্যা। অনুপঅণুপ বাড়ি ফিরলে অনুপেরঅণুপের মা তার বিয়ের কথা তোলেন। কিন্তু অনুপঅণুপ জানায়, সে নিজে প্রথমে মেয়েটিকে দেখতে চায়। সে বিদ্যাকে দেখতে যায়। সেই সঙ্গে সে মিনু নামে আরেকটি গ্রাম্য মেয়েকে দেখে। সে শারদা ও রামচন্দ্রের মেয়ে। বাড়ি ফিরে অনুপঅণুপ জানায় যে, সে বিদ্যাকে বিয়ে করতে চায় না, বরং মিনুকে বিয়ে করতে চায়। অনুপেরঅণুপের মায়ের এই বিয়েতে ইচ্ছা না থাকলেও তিনি রাজি হন। বিয়ে হয়। তারপর তাঁরা বুঝতে পারেন যে গৃহকর্মে মিনু আদৌ অভ্যস্ত নয়। সে শিক্ষিতা নয়। এমনকি অনুপেরঅণুপের সঙ্গে তার সম্পর্কটি বোঝার মতো বুদ্ধিও তার হয়নি। তার ভাল লাগে আম ও অন্যান্য ফল চুরি করতে এবং তার থেকে বয়সে অনেক ছোটো এমন ছেলেমেয়েদের সঙ্গে খেলা করে বেড়াতে। অনুপেরঅণুপের মা বিব্রত হন। তিনি নববধূকে ঘরে আবদ্ধ করে রাখতে চান। অনুপঅণুপ কলকাতায় ফেরার সময় মিনুকে নিয়ে যেতে চায়। কিন্তু মিনু রাজি হয় না।
 
অনুপেরঅণুপের মা মিনুর ছেলেমানুষিতে বিরক্ত হয়ে তাকে নিজের কাছে রাখতে অস্বীকার করেন। অনুপঅণুপ মিনুকে তার মা শারদার কাছে রেখে যায়। অনুপঅণুপ চলে যাওয়ার পর মিনুর মনে হয় যে, অনুপেরঅণুপের জন্য তার মন কেমন করছে। খেলাধূলা করার তার আর মন থাকে না। সে বুঝতে পারে, সে অনুপকেঅণুপকে ভালবেসে ফেলেছে। সে তার মাকে বলে, সে অনুপেরঅণুপের বাড়িতে ফিরে গিয়ে নিজের শাশুড়ির সঙ্গে থাকতে চায়। মিনু সম্পূর্ণ অন্য মানুষ হয়ে ফিরে আসে। অনুপেরঅণুপের মা তাকে সাদরে বরণ করে নেন। মিনু ঘরের কাজকর্ম শিখে নেয়। কিন্তু অনুপঅণুপ ছুটিতেও বাড়ি ফেরে না। মিনু বুঝতে পারে, সে অনুপেরঅণুপের সঙ্গে কলকাতায় যেতে রাজি না হওয়ায় অনুপঅণুপ মনঃক্ষুন্নমনঃক্ষুণ্ণ হয়েছে। সে বলেছিল, মিনু তাকে আসতে লিখলে তবেই সে আসবে। তাই সে অনুপকেঅণুপকে বাড়ি ফিরতে বলে চিঠি লেখে। কিন্তু সে অনুপেরঅণুপের ঠিকানা জানত না। তাই অনুপঅণুপ চিঠি পায় না। অনুপেরঅণুপের মা বুঝতে পারে, অনুপেরঅণুপের জন্য মিনুর মন কেমন করছে। তাই তিনি মিনুকে নিয়ে অনুপেরঅণুপের দিদির বাড়িতে আসেন। সেখানেই অনুপঅণুপ ও মিনুর মিলন হয়।
 
==অভিনেতা-অভিনেত্রী==
* [[স্বরূপ দত্ত]] - অনুপঅণুপ
* [[জয়া ভাদুড়ি]] – মিনু (মৃন্ময়ী)
* [[সুরেশ চাটওয়াল]] – অনিল, সুধার স্বামী
৩৩ নং লাইন:
* [[রত্নমালা (অভিনেত্রী)|রত্নমালা]] - শারদা
* [[লীলা মিশ্র]] - কাকী
* [[কামিনী কুশল]] – অনুপেরঅণুপের মা
* [[ইউনুস পারভেজ]] - বনোয়ারি