উজ্জয়িনী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৫৭ নং লাইন:
| footnotes =
}}
'''উজ্জয়িনী''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]:Ujjain), [[ভারত|ভারতের]] [[মধ্য প্রদেশ]] রাজ্যের [[উজ্জয়িনী জেলা|উজ্জয়িনী]] জেলার একটি শহর ও পৌর সংস্থার অধীন এলাকা ।'''উজ্জয়িনী''' [[ভারত|ভারতের]] প্রাচীন নগরী। এর অবস্থান আধুনিক [[মধ্যপ্রদেশ]] রাজ্যে [[শিপ্রা নদী|শিপ্রা নদীর]] তীরে। পুরাতাত্ত্বিক উৎখননে এই নগরীর চারিদিকে আনুমানিক খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে নির্মিত একটি প্রাচীর আবিষ্কৃত হয়েছে। [[দ্বিতীয় চন্দ্রগুপ্ত|দ্বিতীয় চন্দ্রগুপ্তের]] রাজধানীর রূপে অনুমিতঅণুমিত এই নগরী শক ও গুপ্তযুগে জ্যোতিষ চর্চার প্রসিদ্ধ কেন্দ্র ছিল। উজ্জয়িনীর [[মহাকালেশ্বর মন্দির|মহাকাল মন্দির]] বিখ্যাত।
 
== ভৌগোলিক উপাত্ত ==
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশদ্রাঘিমাংস হল {{coor d|23.18|N|75.77|E|}} ।<ref name="geoloc">{{cite web | accessdate =২৭ জানুয়ারি ২০১৫| url = http://www.fallingrain.com/world/IN/35/Ujjain.html | title = Ujjain | work = Falling Rain Genomics, Inc}}</ref> সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪৯১&nbsp;[[মিটার]] (১৬১০&nbsp;[[ফুট]])।
 
== জনসংখ্যার উপাত্ত ==
ভারতের ২০১১ সালের জনগণনা অনুসারেঅণুসারে উজ্জয়িনী জেলার জনসংখ্যা হল ১৯,৮৬,৮৬৪জন।<ref name="census">{{cite web |accessdate=১৬ আগস্ট ২০১৫|url = http://www.census2011.co.in/census/district/302-ujjain.html | title = Ujjain District : Census 2011 data}}</ref> এর মধ্যে পুরুষ ৫১.১৫%, এবং নারী ৪৮.৮৪%।
 
এখানে সাক্ষরতার হার ৭২.৩৪%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৩.৪৬%, এবং নারীদের মধ্যে এই হার ৬০.৭৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে উজ্জয়িনীর সাক্ষরতার হার বেশি।
৭০ নং লাইন:
 
== তথ্যসূত্র ==
* ইতিহাস অভিধান (ভারত), যোগনাথযোগণাথ মুখোপাধ্যায়, এম.সি. সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, [[কলকাতা]], [[২০০০]]
<references/>
{{ভারতীয় গণিতবিদ}}