উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৩ নং লাইন:
 
== সৃষ্টির ইতিহাস ==
ইংরেজ ক্রিকেটার ''জন উইজডেন'' (১৮২৬-১৮৮৪) কর্তৃক ফ্রেড লিলিহুয়াইটের ''দ্য গাইড টু ক্রিকেটার্সের'' প্রতিদ্বন্দ্বীপ্রতিদ্বন্দ্ব্বী হিসেবে ১৮৬৪ সালে ''উইজডেন'' প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এর বার্ষিক প্রকাশনা বর্তমান দিন পর্যন্ত অব্যাহত রয়েছে। ফলে এটি ক্রীড়া জগতেরজগৎের ইতিহাসে দীর্ঘতম ও বার্ষিক ক্রীড়া প্রকাশনা হিসেবে বিবেচিত হয়ে আসছে। ষষ্ঠ সংস্করণ থেকে এর বর্তমান শিরোনামে প্রকাশিত হচ্ছে। প্রথম পাঁচটি সংস্করণ প্রকাশিত হয়েছিল ''দ্য ক্রিকেটার'স '' অ্যালমেনাক নামে।
 
১৮৮০ সালে ''চার্লস পার্ডন'', ''জর্জ কেলি কিং''-কে সাথে নিয়ে ক্রিকেট রিপোর্টিং এজেন্সী বা সিআরএ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ১৮৮৭ সালে পার্ডন উইজডেনের সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। তখন থেকেই এটি সর্বদাই ক্রিকেট রিপোর্টিং এজেন্সী'র সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। প্রেস এসোসিয়েশন বা পিএ'র সাথে একীভূত না হওয়া পর্যন্ত ১৯৬৫ সাল পর্যন্ত ক্রিকেট রিপোর্টিং এজেন্সী এ বার্ষিকী প্রকাশনার যাবতীয় দায়-দায়িত্ব বহন করে।<ref>''Wisden Cricketers' Almanack'', 1966 edition, pp vi–vii.</ref>
২৫ নং লাইন:
 
=== বহিঃর্বিশ্বের ক্রিকেট ===
এ অংশে সকল ধরণেরধরনের আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তারিত বিবরণ থাকে। এছাড়াও, ইংল্যান্ড ব্যতীত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্যান্য দেশের প্রথম শ্রেণীর অভ্যন্তরীণ ক্রিকেটের বিবরণ সংক্ষিপ্ত আকারে পরিবেশন করা হয়।
 
=== আইন এবং প্রশাসন ===
৩৯ নং লাইন:
''উইজডেন'' একটি ছোট আকৃতির কিন্তু খুব মোটা কাগজে বই আকারে মুদ্রিত। আধুনিক সংস্করণের বইগুলোয় দেড় হাজারেরও অধিক পৃষ্ঠা থাকে। উজ্জ্বল হলুদ রঙের প্রচ্ছদ নিয়ে ৭৫তম সংস্করণে ১৯৩৮ সাল থেকে অদ্যাবধি প্রকাশিত হচ্ছে। এর পূর্বে এটি হলুদ, ঈষৎ পীতবর্ণ এবং স্যামন গোলাপী রঙের মিশ্রিত প্রচ্ছদে প্রকাশিত হয়। ঐ সংস্করণগুলোতেও এরিক র‌্যাভিলাইয়াসের সম্পাদনায় প্রথমবারের মতো বিখ্যাত দু'জন ক্রিকেটারের কাঠে খোঁদাইকৃত ছবি প্রদর্শিত হতো।<ref>http://content-www.cricinfo.com/wisdenalmanack/content/story/155556.html</ref> এটি শুধুমাত্র অভ্যন্তরীণ ইংলিশ ক্রিকেট মৌসুম শুরুর আগে প্রতি বছরের এপ্রিলে প্রকাশিত হয়েছিল। ২০০৩ সাল কাঠে খোদাইকৃত ছবির [[প্রচ্ছদ]] চিত্রটি পরিবর্তিত হয়। প্রচ্ছদের প্রধান বৈশিষ্ট্য হিসেবে বর্তমান ক্রিকেটারদের ছবি প্রদর্শিত হচ্ছে, যদিও এখনো খুবই ছোট আকারে পূর্বের প্রচ্ছদ চিত্র প্রদর্শন করা হয়।
 
এটি শক্ত এবং পাতলা - উভয় প্রকার কাগজেই প্রকাশিত হয়েছিল। ২০০৬ সাল থেকে পরীক্ষামূলকভাবে বৃহৎ সংস্করণ প্রকাশিত হচ্ছে। পড়ার অসুবিধাহেতু পাঠকদের কাছ অনুরোধেরঅণুরোধের প্রেক্ষাপটেই এটি করতে করতে হয়েছে। সাধারণ সংস্করণের তুলনায় এটি দ্বিগুণ এবং সীমিত পর্যায়ে পাঁচ হাজার সংখ্যায় প্রকাশিত হয়েছিল। অনেক মানসম্পন্ন বইয়ের একটি হিসেবে 'উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক' নিজের স্থান করে নিয়েছে অবলীলাক্রমে।
 
বহু বছর ধরে অ্যালমেনাকটি লক্ষণীয়ভাবে পরিবর্তিত হয়েছে। প্রথম সংস্করণে মাত্র ১১২ পৃষ্ঠা ছিল। প্রচ্ছদে 'ইংরেজদের গৃহযুদ্ধ' এবং 'ওক' বিজয়ীর ছবি ছিল।
৯০ নং লাইন:
 
=== অবদানকারী ===
প্রকাশনার প্রত্যাশা অনুযায়ীঅণুযায়ী উইজডেনের আকার এবং দীর্ঘস্থায়িত্বের দরুন অবদানকারীর সংখ্যাও রয়েছে অনেক। অধিকাংশ অবদানকারীই প্রতিবছর বিভিন্ন স্তরের ক্রিকেট [[প্রতিবেদন]] লেখার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া, জীবনী, পর্যালোচনা এবং নিজস্ব মতামত ব্যক্ত সহকারে প্রতিবেদন প্রদানকারীর সংখ্যাও কম নয়। সাধারণতঃ বিখ্যাত ক্রিকেট লেখকগণই উইজডেনের জন্য লিখে থাকেন। তাদের সঙ্গে যুক্ত রয়েছেন অনেক ক্রিকেট [[খেলোয়াড়|খেলোয়াড়ও]]। ''নেভিলে কারদুস'' অনেক অনেক উল্লেখযোগ্য রচনা লিখেছেন এবং বহু বছর ধরে ''জন আর্লট'' বইটির পর্যালোচনার দায়িত্ব নিয়েছেন।
 
== বছরের সেরা পাঁচ ক্রিকেটার ==
১০৮ নং লাইন:
 
== সংগ্রহশালা ==
'উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক' সংগ্রহ করা অনেক ক্রিকেটপ্রেমীদের অন্যতম [[শখ|শখের]] বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। শুরুর দিকের সংস্করণগুলো অত্যন্ত উচ্চ মূল্যের অধিকারী। প্রথম সংস্করণটি মাত্র ১১২ পৃষ্ঠাব্যাপী ছিল এবং মূল্য ধরা হয়েছিল এক [[সিলিং]]। অথচ প্রচ্ছদবিহীন অবস্থায় কপি করা সংস্করণ বিক্রী হচ্ছে বার হাজার [[পাউন্ড স্টার্লিং|পাউন্ড স্টার্লিংয়ে]]। প্রকৃত পুস্তকটি বেশ দুষ্প্রাপ্যদোষ্প্রাপ্য যা শুধুমাত্র বিক্রেতার সাথে আলোচনাসাপেক্ষে সংগ্রহ করা যেতে পারে। দুইটি [[বিশ্বযুদ্ধ|বিশ্বযুদ্ধের]] সময়কালে প্রকাশিত সংস্করণগুলো আরো অধিক দুষ্প্রাপ্য।দোষ্প্রাপ্য। বর্তমান সময়ে শুরুর দিককার অনেক সংস্করণ ফটোকপি আকারে প্রকাশিত হচ্ছে। সংগ্রহশালা দেখার একটি উদাহরণ রয়েছে উইজডেনের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে, [http://www.wisdens.org/wisdens_for_sale_by_decade.htm#OUR_COLLECTION_ এখানে]।
 
== আরো দেখুন ==
১১৮ নং লাইন:
* [[টেস্ট ক্রিকেটের ইতিহাস (১৮৮৪ - ১৮৮৯)]]
* [[টেস্ট ক্রিকেট রেকর্ড]]
* [[বাংলাদেশ জাতীয়জাতিয় ক্রিকেট দল]]
* [[ভারত জাতীয়জাতিয় ক্রিকেট দল]]
* [[দক্ষিণ আফ্রিকার জাতীয়জাতিয় ক্রিকেট দল]]
* [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট]]
* [[ওয়ানডে ক্রিকেট রেটিং]]