উইকেট-রক্ষক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১ নং লাইন:
[[চিত্র:Cricket wicket keeper.jpg|thumb|উইকেট-রক্ষক যথোপযোগী অবস্থানে থেকে বল রক্ষার উদ্দেশ্যে প্রস্তুত রয়েছেন। মিডিয়াম পেস বোলার অথবা [[স্পিন বোলার|স্পিন বোলারের]] বল রক্ষার উদ্দেশ্যে তিনি উইকেটের খুব কাছাকাছিকাছাঁকাছি স্ট্যান্ডিং আপ অবস্থায় রয়েছেন।]]
'''উইকেট-রক্ষক''' বা '''উইকেট-কিপার''' ({{lang-en|Wicket-keeper}}) রাজকীয় খেলা হিসেবে পরিচিত ক্রিকেটের অন্যতম কেন্দ্রবিন্দু। তিনি [[ক্রিকেট]] খেলায় ফিল্ডিংয়ে নিয়োজিত একজন [[খেলোয়াড়]], যিনি [[উইকেট]] কিংবা [[স্ট্যাম্প (ক্রিকেট)|স্ট্যাম্পের]] পিছন দিকে অবস্থান গ্রহণ করে [[বোলিং (ক্রিকেট)|বোলার]] কর্তৃক প্রতিপক্ষের [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যানের]] কাছে ছোড়া বল সংগ্রহ করে [[রান (ক্রিকেট)|রান]] সংগ্রহ করতে না দিয়ে পুণরায় অন্যান্য ক্রিকেটার অথবা বোলারের কাছে ফেরত পাঠান। তার প্রধান কাজই হচ্ছে বোলার কর্তৃক নিক্ষিপ্ত [[বল (ক্রিকেট)|বল]] সংগ্রহ, ব্যাটসম্যানের [[ব্যাট (ক্রিকেট)|ব্যাটের]] কিনারায় স্পর্শকৃত বল হাতে মুঠোয় রাখা, [[উইকেট]] ভেঙ্গে ফেলা, ফিল্ডার কর্তৃক উইকেট লক্ষ্য করে ছোড়া বলের সাহায্যে [[রান-আউট]] করা ইত্যাদি। ফিল্ডিংয়ে অবস্থানকারী দলের একমাত্র সদস্য হিসেবে [[গ্লাভস]] ও বহিরাংশে পায়ের গার্ড ব্যবহারের অনুমতিঅণুমতি পেয়ে থাকেন।<ref name=Law40>{{cite news |url=http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-40-the-wicket-keeper,66,AR.html|publisher=Lords Home of Cricket |title=Law 40 The Wicket Keeper}}</ref> এছাড়াও প্রয়োজনে তিনি বলের আঘাত থেকে আত্মরক্ষার্থে [[হেলমেট]] পরিধান করে থাকেন।<ref>{{cite web|url=http://www.cricket-rules.com/Ground-and-Equipment.html |title=Ground and Equipment |publisher=Cricket Rules |date= |accessdate=2012-10-03}}</ref> উইকেট-রক্ষক উইকেটের পিছনে অবস্থান করলেও দলের প্রয়োজনে [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়ক]] কর্তৃক আহুত হয়ে মাঝে-মধ্যে [[বোলিং (ক্রিকেট)|বোলিং]] করারও অনুমতিঅণুমতি পেয়ে থাকেন। এ সময় দলের অন্য কোন একজন সদস্য সাময়িকভাবে উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকেন। [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] দুইজন উইকেট-রক্ষক [[হ্যাট্রিক]] করার গৌরব অর্জন করেছেন। ১৯৫৪-৫৫ [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমে]] বাংলা বনাম ওড়িষ্যা’র মধ্যকার খেলায় [[প্রবীর সেন]] এবং ১৯৬৫ সালে ওয়ারউইকশায়ার বনাম এসেক্সের মধ্যকার খেলায় [[অ্যালান স্মিথ (ক্রিকেটার)|অ্যালান স্মিথ]] এ বিরল কীর্তিগাঁথা রচনা করেন।
 
উইকেট-কিপারের ভূমিকার কথা [[ক্রিকেটের আইন|ক্রিকেটের আইনের]] ৪০ ধারায় বর্ণিত হয়েছে। [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যদের তালিকা#টেস্ট ক্রিকেট|টেস্টখেলুড়ে দেশের]] বিখ্যাত কয়েকজন উইকেট-কিপার হচ্ছেন -
১১ নং লাইন:
* মাঠের বহিরাংশে ব্যাট বা প্যাডে স্পর্শকারী বল ফিল্ডারের মাধ্যমে সংগ্রহ ও বেল ফেলে দেয়ার মাধ্যমে রান-আউট করেন।
 
বোলারের বোলিংয়ের ধরন অনুযায়ীঅণুযায়ী উইকেটের ডানে-বামে, দূরে-কাছে অবস্থান করেন তিনি। [[ফাস্ট বোলিং|ফাস্ট বোলিংয়ের]] সময় তিনি বেশ দূরে থাকেন। এছাড়াও ধীরগতির কিংবা মিডিয়াম বোলিং বা স্পিন বোলিংয়ের সময় উইকেটের বেশ কাছে থাকেন। শুধুই ব্যাটসম্যান কিংবা বোলারের মতো উইকেট-রক্ষককেও বিশেষভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। কিন্তু আধুনিককালের ক্রিকেটে একজন উইকেট-রক্ষককে কমপক্ষে মাঝারীসারির ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। যদি কোন-কারণে উইকেট-রক্ষক সম্মুখের সারির ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন তাহলে তিনি অনানুষ্ঠানিকভাবে কিপার/ব্যাটসম্যান নামে [[দর্শক|দর্শকমহলের]] কাছে পরিচিতি পান।
 
== অতিরিক্ত খেলোয়াড় ==
ক্রিকেটের আইনের ২নং ধারায় একজন [[অতিরিক্ত খেলোয়াড় (ক্রিকেট)|অতিরিক্ত খেলোয়াড়]] অসুস্থ বা আঘাতপ্রাপ্তিজনিত কারণে মাঠে নামতে পারেন কিন্তু উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন না।<ref>[http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-2-substitutes-and-runners-batsman-or-fielder-leaving-the-field-batsman-retiring-batsman-commencing-innings,28,AR.html "Laws of Cricket | Lord's". Lords.org. Retrieved 2013-08-02.]</ref>
 
কখনো কখনো এ নিয়মের ব্যতয় ঘটতে পারে। সেজন্যে ব্যাটিংয়ে অংশগ্রহণকারী দলের অধিনায়কের সাথে চুক্তিতে আবদ্ধ হতে হয়। কিন্তু ক্রিকেটের আইনে এধরণের চুক্তির কথকতা উল্লেখ নেই। উদাহরণস্বরূপ: ১৯৮৬ সালে [[লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড|লর্ডসে]] অনুষ্ঠিতঅণুষ্ঠিত [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড]]-[[নিউজিল্যান্ড জাতীয়জাতিয় ক্রিকেট দল|নিউজিল্যান্ডের]] মধ্যকার টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের উইকেট-রক্ষক [[ব্রুস ফ্রেঞ্চ]] আহত হলে আরও তিনজন ([[বিল অ্যাথে]], [[বব টেলর]], [[ববি পার্কস]]) উইকেট-রক্ষককে দায়িত্বভার নিতে হয়।
 
== অন্যান্য কার্যাবলী ==
অনেক সময় উইকেট-রক্ষক দলের অধিনায়ক কিংবা সহঃ অধিনায়কেরও দায়িত্ব পালন করে থাকেন। [[বাংলাদেশ জাতীয়জাতিয় ক্রিকেট দল|বাংলাদেশের]] [[মুশফিকুর রহিম]], [[ভারত জাতীয়জাতিয় ক্রিকেট দল|ভারতের]] [[মহেন্দ্র সিং ধোনি]] সফলতার সাথে নিজ নিজ দলকে পরিচালনা করছেন। সচরাচর উইকেট-রক্ষক ইনিংসের প্রতিটি বলের সাথে নিজেকে জড়িয়ে থাকেন যা অন্যান্য ফিল্ডারকে করতে হয় না। বোলারের বোলিংকে উৎসাহিত করতে তিনি কথা বলে থাকেন যা অনেকসময় ব্যাটসম্যানের কাছে বিরক্তিকর বলে মনে হয় যা ''স্ল্যাজিং'' নামে পরিচিত।
 
== শীর্ষস্থানীয় টেস্ট উইকেট-কিপার ==