আনোয়ার পারভেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৭ নং লাইন:
বিবিসির জরিপে যে ২০টি বাংলা গান সর্বকালের শ্রেষ্ঠ বলে স্বীকৃতি পেয়েছে তার তিনটি গান ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না’ এবং ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’-এর সুরকার আনোয়ার পারভেজ৷ তার সুরারোপিত ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন দেশাত্মবোধক গানের মধ্যে প্রচণ্ড জনপ্রিয় ছিল৷
 
ষাটের দশকের গোড়ায় তিনি পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন চট্টগ্রাম বেতারে সুরকার পদে যোগ দিয়ে৷ পরে ঢাকায় এসে বিভিন্ন মাধ্যমে সংগীতসঙ্গীত পরিচালনা করেন। স্বাধীনতার পরই বাংলাদেশের একটি অন্যতম ব্যবসাসফল ছবি ‘রংবাজ’-এর সুরকারও ছিলেন তিনি৷ সে সময় ‘সে যে কেন এলো না কিছু ভালো লাগে না’ বা ‘এই পথে পথে’, ‘আমি একা চলি’- এ গানগুলো মানুষের মুখে মুখে শোনা যেত৷ এছাড়া ‘দি রেইন’ মুভিতে সুর করেও তিনি সমালোচকদের দৃষ্টি কেড়েছিলেন৷ সংগীতসঙ্গীত জীবনের ৪০ বছরে তিনি হাজারেরও বেশি গানে সুর দিয়েছেন৷
 
দীর্ঘদিন ধরেই তিনি প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন আর তা ছড়িয়ে পড়েছিল তার হার্ট অবধি৷ ভীষণ অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর পরই কোমায় চলে যান তিনি এবং মধ্যরাতে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন৷ তাকে দাফন করা হয় আজিমপুর গোরস্তানে৷