জুনায়েদ সিদ্দিকী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
"টেমপ্লেট:Persondata" অপসারণ
Asif Ahmed (আলোচনা | অবদান)
১১৬ নং লাইন:
টি-২০ ফরম্যাটে বাংলাদেশের হয়ে তার অভিষেক ঘটে ২০০৭ এর সেপ্টেম্বরে। অভিষেকেই পাকিস্তানের বিপক্ষে তিনি ৭১ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। বাহারি সব স্ট্রোকে ভরা ইনিংস্টিতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার। ২০১০ এ ভারতের বিপক্ষে তিনি অর্ধ-শতক করেন।
 
২৬শে ডিসেম্বর, ২০০৭ তার ওয়ানডে অভিষেক ঘটে। মাত্র ১৩ রানে প্যাভিলিয়নসাজঘরে ফেরত যান তিনি এদিন। ৪ জানুয়ারি হয় টেস্ট অভিষেক। এ ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ও [[তামিম ইকবাল]] মিলে ১৬১ রানের রেকর্ড ওপেনিং জুটি গড়েন। <ref>[http://stats.cricinfo.com/ci/engine/records/fow/highest_partnerships_by_wicket.html?class=1;id=25;type=team Tests -বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিগুলো], [[Cricinfo]], Retrieved on 7 January 2008</ref> ডেব্যুটেন্টদের সর্বোচ্চ পার্টনারশিপে এর স্থান হয়েছে ত্‌তীয় এবং ডেব্যুটেন্ট ওপেনারদের সর্বোচ্চ পার্টনারশিপের তালিকায় দ্বিতীয়।<ref name="stats.cricinfo.com">[http://stats.cricinfo.com/ci/content/records/283656.html Tests - ডেব্যুটেন্টদের সর্বোচ্চ পার্টনারশিপগুলো], [[Cricinfo]], Retrieved on 7 January 2008</ref> এ রেকর্ডে জুনায়েদের অবদান ছিল ৭৪ রানের একটি ঝকঝকে ইনিংস। ফেব্রুয়ারীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ৭৪ রানের একটি ধৈর্যশীল ইনিংস খেলেন।<ref name="stats.cricinfo.com"/>
 
প্রথম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরিটি আসে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১০ এ।