আগুন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link FA template (handled by wikidata)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৭ নং লাইন:
প্রাত্যহিক জীবনে আগুন অত্যন্ত উপযোগী ও এর গুরুত্ব অপরিসীম। তাই আগুন ব্যবহারে অত্যন্ত [[সচেতনতা|সচেতনতার]] পরিচয় দিতে হয়। [[ঠাণ্ডা]] কিংবা [[শীতকাল|শীতকালে]] অগ্নি প্রজ্জ্বলনের মাধ্যমে [[ঘর]] গরম রাখা হয়, [[অন্ধকার|অন্ধকারে]] [[আলো|আলোর]] ব্যবস্থা করা হয়। সর্বোপরি [[তাপ]] শক্তির সাহায্যে [[রান্না|রান্নাকার্য]] পরিচালনার মাধ্যমে [[মানুষ|মানুষের]] জীবনধারণ কার্যক্রমকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে।
 
[[সাবধান|সাবধানতার]] সাথে আগুন না জ্বালালে এটি মারাত্মক প্রতিক্রিয়া ও প্রভাব সৃষ্টি করে। একবার আগুন [[নিয়ন্ত্রণ|নিয়ন্ত্রণের]] বাইরে চলে গেলে এটি ১৭,৪০০ বর্গ কিলোমিটার এলাকাব্যাপী ক্ষতিসাধন করতে সক্ষম যা [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] [[নিউইয়র্ক|নিউইয়র্ক শহরের]] সমান। [[বনাঞ্চল|বনাঞ্চলের]] পুরোটাই ধ্বংস হয়ে যেতে পারে যদি তা নিয়ন্ত্রণে রাখা না যায়। প্রতিবছর [[ইউরোপের বনাঞ্চল|ইউরোপের বনাঞ্চলের]] একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় অগ্নিজনিত কারণে। এ ধরণেরধরনের ঘটনাগুলো মূলতঃ [[গ্রীষ্মকাল|গ্রীষ্মকালেই]] সংঘটিত হয়ে থাকে। [[অগ্নিনির্বাপককর্মী]] বা প্রশিক্ষিত জনগোষ্ঠী আকস্মিকভাবে সৃষ্ট অগ্নিকাণ্ড বন্ধের জন্য প্রাণান্তকর চেষ্টা চালায় কিংবা আগুনকে নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হয়।
 
আগুন জ্বালানোর জন্য তিনটি উপাদানের প্রয়োজন পড়ে - [[অক্সিজেন]], [[জ্বালানী]] এবং [[তাপ]]। জ্বালানী হিসেবে [[কাঠ]], [[কয়লা]], [[তৈল]] এবং অন্যান্য [[দাহ্য পদার্থ]] [[পরিবেশ|পরিবেশের]] সর্বত্র রয়েছে। একবার আগুন জ্বলতে শুরু করলে পরবর্তীতে এটি নিজেই তাপ উৎপাদনে সক্ষম। কখনো কখনো এটি নিজেই স্বয়ংক্রিয়ভাবে তাপ উৎপাদনের মাধ্যমে জ্বলতে শুরু করে।
 
== আগুন নিয়ন্ত্রণ ==
আগুনকে তিনটি পৃথক উপায়ে নির্বাপণ করা সম্ভব। নীচেরনিচের তিনটির যে-কোন একটি সহায়ক উপাদানকে দূরে সরিয়ে রাখার মাধ্যমে তা সম্ভবপর -
* যদি আগুনকে তার সাহায্যকারী জ্বালানী এবং অপরাপর জ্বালানীকে দূরে রাখা যায়, তাহলে আগুন জ্বলবে না।
* অক্সিজেন প্রত্যাহারের মাধ্যমে আগুন নিভানো সম্ভব যা ''শ্বাসরোধকারী আগুন'' নামে পরিচিত। আগুন খালি জায়গায় জ্বলতে পারে না অথবা এটি [[কার্বন ডাইঅক্সাইড]] দ্বারা আবৃত থাকাবস্থায় জ্বলে না।
* তাপ শক্তিকে দূরে সরিয়ে রাখার মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে রাখা যায়। সবচেয়ে প্রধান ও সাধারণ উপায় হচ্ছে [[জল]] ব্যবহার করা যা আগুনকে বিস্তৃত ঘটাতে সাহায্য করে না।
 
কিন্তু [[ম্যাগনেসিয়ামম্যাগণেসিয়াম|ম্যাগনেসিয়ামজনিতম্যাগণেসিয়ামজনিত]] [[অগ্নিশিখা|শিখার]] সাহায্যে সৃষ্ট কিছু আগুনের সর্বাগ্রাসী বিচ্ছুরণকে আটকানো যায় না। এটি কার্বন ডাইঅক্সাইড, [[নাইট্রোজেন]] এবং অন্যান্য অগ্নিনিবারক সহায়ক যৌগকেও পুড়িয়ে ফেলতে সক্ষম।
 
== উত্তাপ ==
২৮ নং লাইন:
** সিগারেট না টানা অবস্থায়: প্রজ্জ্বলিত অংশে; ৪০০<sup>°</sup> সে. (৭৫০<sup>°</sup> [[ফারেনহাইট (একক)|ফারেনহাইট]]); মধ্যস্থিত প্রজ্জ্বলিত অংশ: ৫৮৫<sup>°</sup> সে. (১১০০<sup>°</sup> [[ফারেনহাইট (একক)|ফারেনহাইট]])
** সিগারেট টানা অবস্থায়: মধ্যস্থিত প্রজ্জ্বলিত অংশে: ৭০০<sup>°</sup> সে. (১৩০০<sup>°</sup> [[ফারেনহাইট (একক)|ফারেনহাইট]])
** সর্বদাই মধ্যবর্তী অংশে সবচেয়ে বেশী গরম অনুভূতঅণুভূত হয়।
 
== গ্যালারি ==
'https://bn.wikipedia.org/wiki/আগুন' থেকে আনীত