আইসল্যান্ডীয় ভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link GA template (handled by wikidata)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৬ নং লাইন:
'''আইসল্যান্ডীয় ভাষা''' (আইসল্যান্ডীয় ভাষায়: íslenska ''ঈস্‌লেন্‌স্কা'') [[আইসল্যান্ড|আইসল্যান্ডের]] মানুষের ভাষা। এটি [[ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবার|ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের]] [[জার্মানীয় ভাষাসমূহ|জার্মানীয় উপ-পরিবারের]] [[উত্তর জার্মানীয় ভাষাসমূহ|উত্তর জার্মানীয় শাখা]] তথা স্ক্যান্ডিনেভীয় শাখার সদস্য ভাষা (অন্যান্য সদস্যের মধ্যে আছে [[নরওয়েজীয় ভাষা|নরওয়েজীয়]] ও [[ফারোয়েজীয় ভাষা]])। ফারোওয়েজীয় ভাষা এর নিকটতম প্রতিবেশী ভাষা, যদিও এরা পরস্পর বোধগম্য নয়। আইসল্যান্ডের প্রায় ৩ লক্ষ লোক আইসল্যান্ডীয় ভাষায় কথা বলেন। এছাড়া [[কানাডা]] ও [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রেও]] আইসল্যান্ডীয় ভাষাভাষীর দেখা মেলে।
 
[[৮৭৪]] খ্রিস্টাব্দ থেকে পশ্চিম [[নরওয়ে]] থেকে [[ভাইকিং]] অভিযাত্রীরা প্রথম আইসল্যান্ডে আসতে শুরু করে। তারা [[প্রাচীন নর্স ভাষা|প্রাচীন নর্স ভাষায়]] কথা বলত। [[১০০০]] খ্রিস্টাব্দে [[খ্রিস্টধর্ম]] গ্রহণের পর আইসল্যান্ডীয়রা বিপুল পরিমাণ গাথা-সম্বলিতসংবলিত পুঁথি রচনা করে। ১০০০ থেকে [[১৪০০]] খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে আইসল্যান্ডে প্রচলিত নর্স ভাষা [[স্ক্যান্ডিনেভিয়া|স্ক্যান্ডিনেভিয়ায়]] প্রচলিত নর্স ভাষা থেকে আলাদা হয়ে যায় এবং এটিই আইসল্যান্ডীয় ভাষা নামে এখন পরিচিত। [[১৩৮০]] থেকে [[১৯১৮]] সাল পর্যন্ত আইসল্যান্ড [[ডেনমার্ক|ডেনমার্কের]] অধীন ছিল। কিন্তু আইসল্যান্ডীয় ভাষাতে এর তেমন কোন প্রভাব পড়েনি। ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং শক্তিশালী সাহিত্যিক ঐতিহ্য এটির বিশুদ্ধতা রক্ষা করেছে। আজও প্রাচীন নর্স ভাষা থেকে আইসল্যান্ডীয় ভাষার পার্থক্য খুব সামান্য। আধুনিক পাঠকেরা খুব সহজেই মধ্যযুগীয় গাথাগুলি পড়তে পারেন।
 
১০০০ অব্দের দিকে খ্রিস্টধর্মের আগমনের সাথে সাথে আইসল্যান্ডীয় ভাষা লিখতে [[রোমান লিপি|রোমান লিপির]] প্রবর্তন হয়। তবে কিছু পুরনো বর্ণ যেমন ð, þ, æ এবং ö রক্ষা করা হয়। এছাড়া স্বরবর্ণগুলিতে ঝোঁক চিহ্ন বসতে পারে (á, é, í, ó, ú, এবং ý)। [[১৫৪০]] সালে [[নতুন টেস্টামেন্ট|নতুন টেস্টামেন্টের]] অনুবাদেরঅণুবাদের মধ্য দিয়ে আধুনিক আইসল্যান্ডীয় ভাষার সূচনা হলেও অন্যান্য স্ক্যান্ডিনেভীয় ভাষার তুলনায় এটিতে [[বিভক্তি|বিভক্তির]] পরিমাণ অনেক বেশি। [[ব্যাকরণ]], [[শব্দভাণ্ডার]] ও [[লিখন পদ্ধতি]], সব দিক থেকেই আইসল্যান্ডীয় ভাষা স্ক্যান্ডিনেভীয় ভাষাগুলির মধ্যে সবচেয়ে রক্ষণশীল। আইসল্যান্ডীয় ভাষাতে [[বিশেষ্য]], [[বিশেষণ]] ও [[সর্বনাম|সর্বনামের]] তিনটি ব্যাকরণিক লিঙ্গ (পুং, স্ত্রী ও ক্লীব) এবং চারটি [[কারক]] (কর্তা, কর্ম, সম্প্রদান ও সম্বন্ধ) আছে। ক্রিয়াগুলির তিনটি [[পুরুষ (ব্যাকরণ)|পুরুষ]] হয়। তবে আধুনিক আইসল্যান্ডীয় ভাষার উচ্চারণ প্রাচীন নর্স ভাষা থেকে অনেক আলাদা। অতীতে আইসল্যান্ডীয় ভাষা [[কেল্টীয় ভাষাসমূহ|কেল্টীয়]], [[ডেনীয় ভাষা|ডেনীয়]], [[লাতিন ভাষা|লাতিন]] ও [[রোমান্স ভাষা]] থেকে ঋণ নিলেও ১৮শ শতকে একটি বিশুদ্ধতাবাদী আন্দোলনের পরিণামে নতুন ভাষাতাত্ত্বিক আইন প্রণীত হয়, যাতে বিদেশী শব্দের সরাসরি ঋণগ্রহণে বাধার সৃষ্টি করা হয়। তাই আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবহৃত বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও বিমূর্ত ধারণাগত পরিভাষাগুলির পরিবর্তে আইসল্যান্ডীয় ভাষার নিজস্ব শব্দ থেকে তৈরি সমাসবদ্ধ শব্দ দিয়ে কাজ চালানো হয়। এর বাইরেও প্রাচীন শব্দ নতুন করে ব্যবহার করা হয় এবং নিজস্ব শব্দমূলের সাহায্যে নতুন শব্দও উদ্ভাবন করা হয়।
 
== আরও দেখুন ==