অ্যালান ল্যাম্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
+বিষয়শ্রেণী:১৯৬৯ থেকে ২০০০ সময়কালীন ইংরেজ ক্রিকেটার; +[[বিষয়শ্রেণী:মেরিলেবোন ক্রিকেট ক্লা...
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৯৮ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
জানুয়ারি, ১৯৭৩ সালে ১৮ বছর বয়সে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে ল্যাম্বের। দক্ষিণ আফ্রিকার [[SuperSport Series|কুরি কাপে]] ওয়েস্ট প্রভিন্স ক্রিকেট দলের মাধ্যমে তাঁর এই অভিষেক। ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে অনুষ্ঠিতঅণুষ্ঠিত ঐ খেলায় তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি ৫৯ ও ৩৬ রান করেছিলেন।<ref>[http://www.cricketarchive.com/Archive/Scorecards/33/33052.html Allan Lamb's debut] ''CricketArchive.'' Retrieved 2009-11-30.</ref>
 
তারপর খেলোয়াড়ী জীবন থেকে দুই বছর বিরত রাখেন নিজেকে। দক্ষিণ আফ্রিকার বিমানবাহিনীর বিমানবন্দর নির্মাণে সরকারী চাকুরীতে যোগ দেন। এরপর তিনি পুণরায় দলে ফিরে আসেন। দলীয় কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে তাঁকে উদ্বোধনী ব্যাটসম্যানসহ ৫ ও ৬ নম্বরে ব্যাটিংয়ে নামালেও তিনি ৪ নম্বরে নিয়মিতভাবে মাঠে নামতেন। একবছর [[Orange Free State cricket team|অরেঞ্জ ফ্রি স্টেটে]] খেলে তিনি বাদ-বাকী সময় পূর্বতন দল ওয়েস্টার্ন প্রভিন্সে চলে যান। অরেঞ্জে থাকাকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ২৯৪ রান সংগ্রহ করেছিলেন।
 
বহিরাগত খেলোয়াড় হিসেবে নর্দাম্পটনশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে খেলার সময় তাঁর খেলোয়াড়ী জীবনের ভিত গড়ে উঠে। এ সময়েই তিনি ঘটনাক্রমে ইংল্যান্ড ক্রিকেট দলে খেলার সুযোগ লাভ করেন। [[apartheid|বর্ণবাদের]] কারণে তখন তাঁর মাতৃভূমি [[দক্ষিণ আফ্রিকা]] [[আন্তর্জাতিক ক্রিকেট]] অঙ্গনঅঙ্গণ থেকে নিষিদ্ধ ছিল। ৪১ বছর বয়সে ১৯৯৫ সালে ক্রিকেট জগৎ থেকে অবসর গ্রহণ করেন ল্যাম্ব।
 
== ব্যক্তিগত জীবন ==