অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: 1 টি আন্তঃউইকি সংযোগ স্থানান্তর করেছে, যা এখন উইকিউপাত্তের - d:q310910 এ রয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৩ নং লাইন:
}}
 
'''''অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি''''' ({{lang-en|''Abyssobrotula galatheae''}}) হচ্ছে [[ওফাইডিডি]] পরিবারভুক্ত [[কুস্ক বাইন]] পরিবারভুক্ত একটি [[মাছ]]। এটি ''অ্যাবিসোব্রোটুলা'' গণের একমাত্র প্রজাতি। সমুদ্রের সবচেয়ে গভীর প্রাপ্ত মাছ হিসেবে এটি বিবেচিত। ১৯৭০ সালে এদের একটি সদস্যকে [[পুয়ের্টো রিকো খাত|পুয়ের্টো রিকো খাতে]], সমুদ্রের ৮,৩৭০ মিটার (২৭,৪৫৩ ফুট) গভীরে দেখতে পাওয়া যায়—যা এখন পর্যন্ত সমুদ্রের গভীরতম অংশে প্রাপ্ত মাছের রেকর্ড।<ref name="AMOnline">{{cite web|url=http://www.amonline.net.au/FISHES/faq/deepest.htm|title=What is the deepest-living fish?|last=McGrouther|first=M.|date=2004|work=Australian Museum website|publisher=[[Australian Museum]]|accessdate=2008-12-07}}</ref><ref name="ExSci">{{cite web|url=http://www.extremescience.com/DeepestFish.htm|title=Exploring the Deep: Deepest Fish|date=1998–2008|work=Extreme Science website|publisher=Extreme Science|accessdate=2008-12-07}}</ref> প্রাণীবিদ স্টেইগার প্রদত্ত এই মাছের প্রথম উদাহরণটি ছিলে ভুল, এবং [[১৯৭৭]] সালে এর সঠিক উদাহরণটি প্রদান করেন প্রাণীবিদ [[জরগেন নিলসেন]]।<ref name="ellis">{{cite book |title=Deep Atlantic: Life, Death, and Exploration in the Abyss |author=Ellis, R. |publisher=Alfred A. Knopf, Inc |location=New York |year=1996 |isbn=1558216634}}</ref> এই মাছের প্রথম উপাত্তটি সংগ্রহ করে গবেষণা জাহাজ ''গ্যালাথি'', এবং এর নাম অনুসারেইঅণুসারেই এ মাছের প্রজাতির নামকারণ ''গ্যালাথি'' করা হয়।<ref name="nielsen"/>
 
মোটামুটি অপ্রচলিত হলেও সকল গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ [[মহাসাগর|মহাসাগরেই]] এই মাছের অস্তিত্ব আছে বলে জানা যায়। সমুদ্রের [[অ্যাবিসাল জোন]] ও [[হ্যাডাল জোন|হ্যাডাল জোনের]] নিচ থেকে, প্রায় ৩,১১০ মিটার (১০,২০৩ ফুট) গভীরতা থেকে এর বিচরণক্ষেত্র শুরু। যদিও প্রচলিতভাবে এটি সমুদ্রের নিম্নগামী তবুও এদের এক সদস্যকে [[পানামা উপসাগর|পানামা উপসাগরে]] পানির তূলনামূলক উপরিভাগ থেকে ধরা হয়েছিলো।