অবস্থান্তর ধাতু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১ নং লাইন:
রসায়নশাস্ত্রে '''অবস্থান্তর ধাতু''' বা অবস্থান্তর বস্তুর দুই ধরণেরধরনের ব্যাখ্যা আছে:
 
* এটি সাধারণভাবে [[পর্যায় সারণী|পর্যায় সারণীর]] [[d-ব্লক|d-ব্লকের]] যে কোন উপাদানকে বুঝাতে ব্যবহৃত হয়, যার মধ্যে [[জিঙ্ক]], [[ক্যাডমিয়াম]] ও [[পারদ]] অন্তর্ভুক্ত। এটি পর্যায় সারণীতে গ্রুপ ৩ থেকে ১২ পর্যন্ত প্রতিনিধিত্ব করে।
* আরো বিশদভাবে [[ইউপ্যাক]] [http://www.iupac.org/goldbook/T06456.pdf IUPAC সংজ্ঞানুসারে] অবস্থান্তর ধাতু হল, কোন উপাদান যার অনুতেঅণুতে অসম্পূর্ণ d উপস্তর থাকে, অথবা যার কোন সুস্থিত ক্যাটায়নে অসম্পূর্ণ d-উপস্তর থাকে। এই সংজ্ঞানুসারে জিঙ্ক, ক্যাডমিয়াম ও মার্কারি অবস্থান্তর ধাতু নয়। কেননা তাদের কনফিগারেশন ''d''<sup>10</sup> এই উপাদানগুলোর মাত্র কয়েকটি অবস্থান্তর প্রজাতির আয়নে আংশিকভাবে পূর্ণ ''d'' উপস্তর থাকে এবং কেবল মার্কারির ক্ষেত্রে Hg<sub>2</sub><sup>2+</sup> দেখা যায় যা আংশিকভাবে পূর্ণ উপস্তর ঠিকভাবে গঠন করে না যা শেষোক্ত সংজ্ঞার বিরোধী।<ref>Cotton, F. Albert; Wilkinson, G.; Murillo, C. A. (1999). ''Advanced Inorganic Chemistry'' (6th ed.). New York: Wiley.</ref>
 
প্রথম সংজ্ঞাটি সাধারণ এবং প্নচলিত। অবস্থান্তর মৌলগুলোর অনেক বিশেষ বৈশিষ্ট তাদের আংশিক পূর্ণ d-সাবশেলের কারণে হয়ে থাকে। পর্যায় সারণীর অন্যান্য অংশ থেকে d-ব্লক মৌলসমূহ কম পর্যায় ধর্মবিশিষ্ট। এদের ক্ষেত্রে ভ্যালেন্সের পরিবর্তন না হওয়ায় অণূতে যুক্ত ইলেকট্রনটি সর্ববহিঃস্থ শেলে না গিয়ে ভেতরের শেলে গমন করে। ফলে এর শিল্ড শক্তিশালী হয়।<ref>http://www.jce.divched.org/Journal/Issues/2005/Nov/abs1660.html</ref>
৮১ নং লাইন:
* সাধারণ তাপমাত্রায় কঠিন।
* জটিল আয়ন গঠন করে।
* প্যারাম্যাগনেটিকপ্যারাম্যাগণেটিক ধর্ম প্রদর্শন করে।
 
== অনুঘটকঅণুঘটক বৈশিষ্ট্য ==
অবস্থান্তর ধাতু গুলো ভাল [[হোমোজিনিয়াস]] ও [[হেটেরোজিনিয়াস]] অনুঘটকঅণুঘটক তৈরি করে। উদাহরণস্বরূপ, আয়রন হেবার পদ্ধতিতে ও ভ্যানডিয়াম (V) অক্সাইড কণ্ট্যাক্ট পদ্ধতির জন্য ব্যবহার হয়। মার্জারিন তৈরিতে নিকেল এবং নাইট্রিক এসিডের প্রস্তুতি দ্রুততর করতে প্লাটিনাম ব্যবহার ঘটে। এর কারণ হল পরিবর্তনশীল যোজনী থাকার কারণে এরা কোন বিক্রিয়ার মাঝপথে বিভিন্ন যৌগ গঠন করে যার ফলে কমশক্তি খরচ হয় ও বিক্রিয়াটি সংক্ষিপ্তভাবে বিকল্প পথে সংঘটিত হতে পারে।
 
== তথ্যসূত্র ==