অপরাজিত (ক্রিকেট): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সংশোধন করা হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৪ নং লাইন:
 
== ব্যবহার ==
ক্রিকেট খেলায় প্রত্যেক দলের প্রতিটি ইনিংসে কমপক্ষে একজন ব্যাটসম্যান অপরাজিত থাকেন। [[খেলোয়াড়|খেলোয়াড়ের]] সংখ্যা ১১ জন হলেও আউট হন ১০ জন। কিন্তু একাদশ বা সর্বশেষ ব্যাটসম্যান সঙ্গীর অভাবে ব্যাটিং করতে পারেন না। [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] [[ডিক্লেয়ার (ক্রিকেট)|ডিক্লেয়ারজনিত]] কারণে কিংবা [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট|একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে]] [[ওভার (ক্রিকেট)|ওভারের]] সীমাবদ্ধতা কিংবা নিজ দল কর্তৃক প্রতিপক্ষের রানকে অতিক্রম করার মাধ্যমে জয়ী হলে ব্যাটিংয়ে অংশগ্রহণকারী দুইজন ব্যাটসম্যানই অপরাজিত থাকেন। [[ব্যাটিং অর্ডার]] অনুযায়ীঅণুযায়ী অন্য খেলোয়াড়দের মাঠে প্রবেশ করার প্রয়োজন না পড়লে তারা [[ডিড নট ব্যাট]] বা ''ব্যাটিং করেননি'' শব্দগুচ্ছ তাদের নামের পার্শ্বে লিপিবদ্ধ হয়। অপরদিকে ক্রিজে থেকে কোন বলের মোকাবেলা না করলেও ব্যাটসম্যান অপরাজিত থেকে যান। আঘাতপ্রাপ্তিতে কোন [[ক্রিকেটার]] মাঠের বাইরে চলে গেলে ''রিটায়ার্ড হার্ট'' কিন্তু অপরাজিত থাকেন। আঘাতবিহীন অবস্থায় কোন ব্যাটসম্যান [[অবসর]] নিলে তিনি ''রিটায়ার্ড আউট'' হন।
 
একজন ব্যাটসম্যানের রানের গড় নির্ধারিত হয় তার আউট সংখ্যার মাধ্যমে। যিনি প্রায়শঃই অপরাজিত থাকেন, তুলনামূলকভাবে তার [[ব্যাটিং গড়]] বেশী হয়।<ref name="bbc4906060"/> [[মাইকেল বেভান]] তার [[খেলোয়াড়|খেলোয়াড়ী]] জীবনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬৭ বার অপরাজিত থেকেছেন। টেস্ট ক্রিকেটে [[জেমস অ্যান্ডারসন]] ১৬ ইনিংসের ১২টিতেই অপরাজিত ছিলেন। ১৯৫৩ সালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংরেজ]] ব্যাটসম্যান [[বিল জনস্টন]] [[অস্ট্রেলিয়া জাতীয়জাতিয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া]] সফরে ব্যাটিং গড়ে শীর্ষস্থান অধিকার করেছিলেন।<ref name="bbc4906060">{{cite web|url=http://news.bbc.co.uk/sport1/hi/sports_talk/stump_bearders/4906060.stm|title=Stump the Bearded Wonder No 120|last=Frindall|first=Bill|date=13 April 2006|work=[[BBC Online]]|accessdate=8 July 2010}}</ref>
 
== তথ্যসূত্র ==