অখিল ভারতীয় হিন্দু মহাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১ নং লাইন:
{{হিন্দু রাজনীতি}}
'''অখিল ভারতীয় হিন্দু মহাসভা''' ([[হিন্দি]]: अखिल भारत हिन्दू महासभा, [[ইংরেজি]]: All-Indian Hindu Assembly) একটি [[হিন্দু জাতীয়তাবাদী]] সংগঠন। [[১৯১৫]] সালে [[মুসলিম লীগ]] ও ধর্মনিরপেক্ষ [[ভারতীয় জাতীয়জাতিয় কংগ্রেস|ভারতীয় জাতীয়জাতিয় কংগ্রেসের]] বিরুদ্ধে এই দলটি প্রতিষ্ঠিত হয়। দলের সভাপতি ছিলেন [[বিনায়ক দামোদর সাভারকর]] ও সহ-সভাপতি ছিলেন [[কেশব বলীরাম হেডগেয়ার]]। হেগওয়ার পরবর্তীকালে মহাসভা ত্যাগ করে [[রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ]] গঠন করেন।
 
ভারতের স্বাধীনতা অর্জন ও [[মহাত্মা গান্ধী|গান্ধীহত্যার]] পর হিন্দু মহাসভার বহু সদস্য [[শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়|শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের]] নেতৃত্বাধীন [[ভারতীয় জন সংঘ|ভারতীয় জন সংঘে]] যোগদান করেন। শ্যামাপ্রসাদ মহাসভায় মুসলমান সদস্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখলে সাভারকর তা খারিজ করে দেন। এরপর শ্যামাপ্রসাদ মহাসভা ত্যাগ করেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে একটি পৃথক রাজনৈতিক দল গঠনের জন্য সংঘের সঙ্গে হাত মেলান।