মীরকাদিম সেতু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
 
বানান সংশোধন
৪৬ নং লাইন:
 
==ইতিহাস==
মীরকাদিম সেতুটি প্রাচীন ও বিলুপ্ত শ্রীবিক্রমপুর মহানগরের সীমানা পরিখা মীরকাদিম খালের উপর পানাম পোলঘাটা গ্রামে অবস্থিত। সেতুটির সঠিক নির্মাণকাল ও নির্মাতা সম্পর্কে জানা যায় না তবে মনে করা হয় এটি নির্মিত হয়েছিল মুঘল আমলে। সেতুটি তিন খিলান বিশিষ্ঠবিশিষ্ট ও এটি নির্মাণে চুন-সুড়কি ব্যবহার করা হয়েছিল।
 
মূল সেতু থেকে ৭ কিলোমিটার দক্ষিণে টঙ্গীবাড়ি ও ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে মুন্সিগঞ্জ শহর অবস্থিত। ধুনকাকৃতির মীরকাদিম সেতুটির ৫২.৪২ মিটার লম্বা।<ref>বাংলার পুরাকীর্তির সন্ধানে, খন্দকার মাহমুদুল হাসান; পৃষ্ঠা: ৬৩</ref> বিভিন্ন সময় সেতুটি সংস্কারের পলে যদিও এর আদিরুপ অনেকটাই বিলিনবিলীন হয়ে গিয়েছে। বর্তমানে সেতুটি দেখাশোনা করছে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
 
==চিত্রশালা==