খোদার পাথর ভিটা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RockyMasum (আলোচনা | অবদান)
সূত্রপূরণ ব্যবহার করে 1টি তথ্যসূত্র পূরণ করা হয়েছে ()
RockyMasum (আলোচনা | অবদান)
৪৬ নং লাইন:
 
== ইতিহাস ==
এই ভিটার ধ্বংসাবশেষ [[পাল সাম্রাজ্য|পাল আমলের]] প্রথম দিকের (আনুমানিক খ্রিস্টীয় আট শতক) বলে জানা গেছে। ১৯৭০ সালে এ ঢিবি বা ভিটাতে খননকার্যেরখননকার্য ফলেকরে একটি মন্দির এবং তার সাথে ছোটখাটো কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। আয়তাকার এই বৌদ্ধ মন্দিরটি ছিল পূর্বাভিমুখী। এর মেঝে ছিল পাথরে বাঁধানো। পাথরে বাঁধানো ভিতের উপর স্থাপিত দেয়াল ছিল ইটের তৈরী যা কাদামাটিতে গাঁথা। আনুমান করা হয় দরজার চৌকাঠের বাজু, সরদল এবং দরজার উপরের দিকের অলংকৃত অংশওঅংশ এবং সরদল পাথর দিয়ে নির্মিত ছিল। এ স্থানেএখানে খননকার্যের ফলে প্রাপ্ত খোদাইকৃত প্রস্তর খন্ডগুলির একটিতে ফুলের উদগত নকশার মধ্যে একই সারিতে আসীন অবস্থায় তিনটি বৌদ্ধমূর্তি পাওয়া গিয়েছিল। যা বর্তমানে [[বরেন্দ্র গবেষণা জাদুঘর|বরেন্দ্র গবেষণা জাদুঘরে]] রক্ষিত আছে। এখনও মাটির নিচে চাপা পড়েপড়া অবস্থায় আছে প্রত্নস্থলটির কাঠামোর ধংসাবশেষ। শুধু বিশাল চৌকাঠটি ব্যতীতএখানে প্রত্নস্থলটিরদেখা কাঠামোর ধংসাবশেষ।যায়।
 
== অবকাঠামো ==