সৈয়দ শামসুল হক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৮ নং লাইন:
সাহিত্যিক সৈয়দ শামসুল হকের শিক্ষাজীবন শুরু হয় [[কুড়িগ্রাম জেলা|কুড়িগ্রাম]] মাইনর স্কুলে। সেখানে তিনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। এরপর তিনি ভর্তি হন কুড়িগ্রাম হাই ইংলিশ স্কুলে। এরপর [[১৯৫০]] সালে গণিতে লেটার মার্কস নিয়ে সৈয়দ শামসুল হক ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
 
সৈয়দ শামসুল হকের পিতার ইচ্ছা ছিলো তাকে তিনি ডাক্তারি পড়াবেন। পিতার এরকম দাবি এড়াতে তিনি ১৯৫১ সালে [[মুম্বাই|বম্বে]] পালিয়ে যান। সেখানে তিনি বছরখানেকের বেশি এক সিনেমা প্রডাকশন হাউসে সহকারী হিসেবে কাজ করেন। এরপর [[১৯৫২]] সালে তিনি দেশে ফিরে এসে [[জগন্নাথ কলেজ|জগন্নাথ কলেজে]] নিজের ইচ্ছা অনুযায়ী মানবিক শাখায় ভর্তি হন। কলেজ পাসের পর [[১৯৫৪]] সালে [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] ইংরেজি বিভাগে ভর্তি হন। পরবর্তীতে স্নাতক পাসের আগেই [[১৯৫৬]] সালে সেখান থেকে পড়াশোনা অসমাপ্ত রেখে বেরিয়ে আসেন। এর কিছুদিন পর তাঁর প্রথম উপন্যাস ‘’দেয়ালের দেশ’’ প্রকাশিত হয়।হয়।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করেন। মুক্তিযুদ্ধকালিন অনেক দলিলে রাজাকার হিসাবে তার নাম পাওয়া যায়। তিনি পাকিস্তানের লিস্টেড কবি ছিলেন।
 
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সৈয়দ শামসুল হক ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেন।<ref>[http://www.prothom-alo.com/bangladesh/article/987721/সৈয়দ-শামসুল-হক-আর-নেই সৈয়দ শামসুল হক আর নেই]</ref>