২,৫৩১টি
সম্পাদনা
অ (88.201.58.161-এর সম্পাদিত সংস্করণ হতে Bellayet-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত) |
Arian Writing (আলোচনা | অবদান) (সংশোধন) |
||
*অনুগ্রহ করে প্রস্তাবনাগুলো নিরপেক্ষ রাখবেন এবং কোন নির্দিষ্ট আপডেটে বিভিন্ন ক্ষেত্রের আনন্দপূর্ণ নিবন্ধ রাখতে হবে।
*কিভাবে আপডেট করতে হয় তা নির্দিষ্ট করে জানতে চাইলে [[উইকিপিডিয়া:আপনি জানেন কি/সহায়ক নির্দেশিকা:আজাকি আপডেট সহায়ক]] দেখুন।
*'''প্রশাসক:''' যখন আপনি আজাকিতে একটি ছবি যোগ করবেন, এটি স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। তাই কেবল একটি {{mprotected}}নোটিশ ছবিটির বর্ণণা পৃষ্ঠায় যোগ করতে পারেন অথবা {{C-uploaded}} যোগ করতে পারেন যদি কমন্স থেকে একটি অন্তর্বর্তীকালীন ছবি যোগ করেন।
* আজাকি কোন সাধারণ ট্রিভিয়া বিভাগ নয়।
* আজাকি মূলত সে সকল নিবন্ধের জন্য যেগুলো শেষ পাঁচ দিনে তৈরি করা হয়েছে। সাধারণত, এ সময়ে নিবন্ধগুলো নতুন পাতায় তালিকাভূক্ত থাকবে। তবে পূর্ববর্তী রিডিরেক্ট, অসম্পুর্ণ নিবন্ধ ও অন্যান্য অসম্পূর্ণ নিবন্ধ যেগুলো ব্যাপকভাবে বর্ধিত করা হয়েছে সেগুলোও আজাকি হবার যোগ্যতা রাখে (কোন নির্দিষ্ট বর্ধিত নিবন্ধ আজাকির জন্য যোগ্য কিনা তা প্রশাসকরা ঠিক করবেন)। সেক্ষেত্রে উক্ত বর্ধিত নিবন্ধগুলো বর্ধিত করার প্রথম দিন থেকে পাঁচ দিনের নীতির ভিতরে পড়বে।
|