ক্ল্যাশ অব ক্ল্যানস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল অ্যাপ সম্পাদনা
Shuvockz (আলোচনা | অবদান)
→‎খেলা: বানান সংশোধন,, বিষয়বস্তু যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২০ নং লাইন:
এটি মূলত একটি কৌশলগত গেম। খেলোয়াড় শুরুতেই একটি গ্রাম পায়। গ্রামে বিভিন্ন ধরণের ঘর থাকে, বিভিন্ন স্থাপনা থাকে। গ্রামের মূল অংশটি হলো "টাউনহল"। এটির উন্নয়ন করালে বিভিন্ন সুবিধা খুলে যায়। টাউন হল এখন সর্বোচ্চ ১১ ধাপ পর্যন্ত উন্নীত করা যেতে পারে।
 
খেলোয়াড়রা অন্য খেলোয়াড়দের গ্রামকে আক্রমণ করে স্বর্ণ এবং এলিক্সার ও ডার্ক এলিক্সার আনতে পারে। এছাড়া এ খেলায় বিভিন্ন ক্ল্যান থাকে। এসব ক্ল্যান একাধিক খেলোয়াড়দের গ্রামটি নিয়ে গঠিত। একটি ক্ল্যানে সর্বোচ্চ ৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে। এসব ক্ল্যানের প্রধান হল নেতা। আর ক্ল্যান গুলোতে আরো থাকে যথাক্রমে সহনেতা, অগ্রজ ও সদস্য। খেলোয়াড়রা ইচ্ছা করলেই এসব ক্ল্যান পরিবর্তন করে অন্য ক্ল্যানে যেতে পারে অথবা নতুন ক্ল্যান তৈরি করতে পারে। এই গেমের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্ল্যান [[যুদ্ধ]]। এক ক্ল্যান অপর ক্ল্যানের সাথে যুদ্ধ করতে পারে। এ গেম বিভিন্ন গ্রামকে আক্রমণ ও যুদ্ধ করতে লাগে বিভিন্ন ধরণের সৈন্য। সৈন্য গুলো হল বারবারীয়বারবারীয়ান, তীরন্দাজ(আর্চার), দৈত্য(জায়ান্ট), গবলিন, ওয়াল ব্রেকার, বেলুন, যাদুকর(উইর্জাড), হীলার, ড্রাগন, পেক্কা, বেবি ড্রাগন, খননকারি(মাইনার), মিনিয়ন, হগ, ভ্যাল্কারিভ্যাল্কাইরি, গোলেম, উইচ(ডাইনী), লাভা হাউন্ডস এবং বোলার। এছাড়া আক্রমণ ও যুদ্ধের সুবিধার জন্য রয়েছে বিভিন্ন ধরণের মিশ্রণ(স্পেল) যেমন লাইটনিং(ব্জ্রপাত), হিলিং, রেজ, জাম্প, ফ্রিজ, ক্লোন, পয়জন, আর্থকোয়াক(ভূমিকম্প), হিস্ট, স্কেলেটন।স্কেলেটন(কংকাল)।
 
== সম্পদ ==